চীনের উপপ্রধান মন্ত্রী উ ই ২৯ অক্টোবর সন্ধ্যায় ম্যাকাও বিশেষ অঞ্চল সরকারের আয়োজিত ভোজসভায় বলেছেন , এবার ম্যাকাওয়ে যে পূর্ব এশিয়ান গেম্স অনুষ্ঠিত হচ্ছে , তা পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ আর অঞ্চলের সংগে ম্যাকাওয়ের আদান প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মম যুগিয়ে দিয়েছে ।
তিনি বিশ্বাস করেন যে , ম্যাকাও বিশেষ অঞ্চল সরকারের নেতৃত্বে আর ম্যাকাওয়ের বিভিন্ন মহলের ব্যক্তিদের সমর্থনে এবারকার পূর্ব এশিয়ান গেম্স অবশ্যই সাফল্যমন্ডিত হবে ।
ম্যাকাওয়ের উদ্যোগে চতুর্থ পূর্ব এশিয়ান গেম্স ২৯ অক্টোবর রাতে উদ্বোধন হয় । ন'দিনব্যাপী এই গেম্সে ২৩৪টি স্বর্ণপদক নিয়ে প্রতিযোগিতা হবে । চীন , চীনের ম্যাকাও , উত্তর কোরিয়া , মঙ্গোলিয়া , চীনের হংকং প্রভৃতি ন'টি দেশ আর অঞ্চলের প্রায় দু'হাজার ক্রিড়াবিদ এই গেম্সে অংশ নিচ্ছেন ।
|