চীনের প্রেসিডেন্ট হু চিন থাও উত্তর কোরিয়া সফর শেষ করে ৩০ অক্টোবর বিশেষ বিমানে পিয়ংইয়াং থেকে পেইচিংয়ে ফিরে এসেছেন ।
কোরিয় ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক , প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান কিম জুং ইল বিমান বন্দরে গিয়ে তাঁকে বিদায় জ্ঞাপন করেছেন । বিমান বন্দরে একটি মনোজ্ঞ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । হু চিন থাও কিম জুং ইলের সমভিব্যাহারে কোরিয় গণ বাহিনীর স্থল , নৌ আর বিমান বাহিনীর গার্ড অব অনার পরিদর্শন করেছেন । বিমান বন্দরে বিভিন্ন মহলের জনতা চীনের বিশিষ্ট অতিথিদের বিদায় জানিয়েছেন । চীনের বিশিষ্ট অতিথিদের বিদায় জানানোর জন্য কোরিয় সর্বোচ্চ গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কিম ইয়োং নাম , প্রধান মন্ত্রী পাক্ বোং জু প্রমুখ কোরিয়ার পার্টি , সরকার আর সেনাবাহিনীর নেতৃবৃন্দও বিমান বন্দরে গিয়েছেন ।
|