চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয কমিটির বৈদেশিক যোগাযোগ দফতরের পরিচালক ওয়াং চিয়া রেই ৩০ অক্টোবর পেইচিংয়ে একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , চীন বিশ্বাস করে যে , বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় আসন্ন পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠক ফলপ্রসূ হবে ।
তিনি বলেছেন , চীন আর উত্তর কোরিয়ার শীর্ষবৈঠকে হু চিন থাও জোর দিয়ে বলেছেন যে , চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকে সক্রিয় সাফল্য অর্জিত হয়েছে । চীন উত্তর কোরিয়া আর সংশ্লিষ্ট পক্ষগুলোর সংগে যৌথ বিবৃতির সাধারণ লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে এবং পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকে নতুন অগ্রগতি ত্বরান্বিত করবে । কিম জুং ইল বলেছেন , পরমাণু অস্ত্রমুক্ত উত্তর কোরিয়া প্রতিষ্ঠা আর সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানে অটল থাকবে । উত্তর কোরিয়া নিজের দেয়া প্রতিশ্রুতি মেনে নিয়ে সময়মতো পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকে অংশ নেবে ।
|