ভারতের একটি যাত্রীবাহী ট্রেন ২৯ অক্টোবর ভোরে অন্ত্র প্রদেশের রাজধানি হায়দ্রাবাদের ৮০ কিলমিটার পূর্বে লাইনচ্যুত হলে প্রায় ৫০ জন নিহত আর কয়েক ডজন লোক আহত হয়েছে।
স্থানীয় পুলিশ বলেছে হায়দ্রাবাদমুখী এই ট্রেনের আটটি বগি হঠাত্ লাইনচ্যুত হয় । পুলিশ মনে করে বেশ কিছু-দিন মুষলধারে বৃষ্টিপাতের ফলে রেলপথের কাছাকাছি একটি জলাধারের বাঁধ ভেঙে গেছে , বন্যার তোড়ে রেলপথ দুর্বল হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। এখবর পাওয়ার সময় পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল। ভারতের রেলপথ বিভাগের প্রধান অচিরেই ঘটনাস্থল পরিদর্শন এবং উদ্ধারকাজে তদারকি করেছেন।
|