২৯ অক্টোবর চীনের কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে এবছরের প্রথম ন'মাসে চীনের গ্রামীণ শিল্পপ্রতিষ্ঠানের দ্রুত উন্নয়ন বজায় ছিল । মোট ৩,৪০০ বিলিয়ন ইউয়ান বর্ধিত মূল্য অর্জিত হয়েছে, যা আগের চেয়ে ১১ শতাংশ বেড়েছে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, এবছরে রপ্তানি স্থিতিশীলভাবে বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। তাছাড়া, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্পের দ্রুত উন্নয়নও গ্রামীণ শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিশ বছর ধরে উন্নয়নশীল গ্রামীণ শিল্পপ্রতিষ্ঠান চীনের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে , এবং তা গ্রামের উদ্বৃত্ত শ্রমশক্তির কর্মসংস্থানের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।
|