পাকিস্তান সরকারের কাছে চীন সরকারের ৫ কোটি রেনমিনবির ত্রাণ -সামগ্রী দানের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ২৯ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানে নিযুক্ত চীন রাষ্ট্রদূত চাং ছুন সিয়াং এবং পাকিস্তানের ক্যাবিনেট সচিব এজাজ্ রহিম যার যার সরকারের পক্ষে স্বাক্ষর দান করেছেন।
জানা গেছে, এবারকার ত্রাণ -সামগ্রীর মধ্যে দেড় লক্ষ কম্বল ও ৩ হাজার ৩শ' ৮০ টি তাবু অন্তর্ভূক্ত । এ পর্যন্ত চীনের সামরিক পক্ষ আর রেড-ক্রস সোসাইটি ইত্যাদি বেসরকার ত্রাণ ছাড়া, চীন সরকার পাকিস্তানকে ২ কোটি ৫ লক্ষ মার্কিন ডলারের ত্রাণ -সামগ্রী দানের প্রতিশ্রুতি দিয়েছে। তাছাড়া চীনের সরকারী প্রতিনিধিদল পয়লা থেকে ৪ঠা নভেম্বরপর্যন্ত পাকিস্তান সফর করবে। সফরকালে দু'পক্ষ পাকিস্তানের পুনর্গঠন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবে।
২৯ অক্টোবর চীনের ২য় কিস্তির আন্তর্জাতিক ত্রাণ দলও পাকিস্তানের ভূমিকম্প দুর্গত অঞ্চলের বালাকট্ গিয়ে কাজ শুরু করেছে ।
|