চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েন ২৮ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, চীন ও জাপানের যুবকদের উচিত দু'দেশের জনগণের বংশপরম্পরায় সম্প্রীতিতে বসবাস করার লক্ষ্য বাস্তবায়নের জন্য অবদান রাখা।
জাপানের ১৩তম "মহা-প্রাচীর পরিকল্পনা" নামক মৈত্রী বিনিময় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করার সময় থাং চিয়া শুয়েন এই কথা বলেছেন। মহা-প্রাচীর পরিকল্পনা তত্পরতা হচ্ছে চীন ও জাপানের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিরাটাকারের বেসরকারী বন্ধুত্বপূর্ণ বিনিময় তত্পরতা। এতে অংশগ্রহণকারীরা প্রধানতঃ দু'দেশের রাজনীতিবিদ এবং বিভিন্ন মহলের যুবকযুবতীরা। এর বিষয়বস্তু রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং ক্রিড়া প্রভুতি ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট।
থাং চিয়া শুয়েন বলেছেন, চীন সরকার দু'দেশের যুবকদের মধ্যে আদান-প্রদান জোরদার করা এবং রকমারি তত্পরতা আয়োজন করার উপর গুরুত্ব দেয় এবং সমর্থন করে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের প্রথম শ্রেণীর যুদ্ধাপরাধীদের স্মৃতিফলক-সম্বলিত ইয়াসুকুনি সমাধিতে জাপানের প্রধানমন্ত্রী বার বার শ্রদ্ধা নিবেদন করার ফলে চীন-জাপান সম্পর্কের স্বাভাবিক বিকাশ গুরুতর বাধাবিঘ্নের সম্মুখীন হয়েছে। এই পরিপ্রেক্ষিতে দু'দেশের যুবকদের উচিত আসা-যাওয়া আরো নিবিড় করা, পারস্পরিক আস্থা বাড়ানো, বাস্তব তত্পরতা দিয়ে দু'দেশের সম্পর্ক রক্ষা করা এবং দু'দেশের জনগণের বংশপরম্পরায় সম্প্রীতিতে বসবাস করার লক্ষ্য বাস্তবায়নের জন্য অবদান রাখা।
|