উত্তর কোরিয়া সফররত চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আর প্রেসিডেন্ট হু চিন থাও ২৯ অক্টোবর পিয়ংইয়াংয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কিম ইয়োং নামের সংগে সাক্ষাত্ করেছেন ।
হু চিন থাও বলেছেন , নতুন পরিস্থিতিতে চীন উত্তর কোরিয়ার পার্টি , সরকার আর জনগণের সংগে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে দুদেশের বন্ধুত্ব আর সহযোগিতামূলক সম্পর্ক আনবরতভাবে আরো উচ্চ মানে উন্নীত করতে ইচ্ছুক ।
তিনি বলেছেন , গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের আদান প্রদান আর সহযোগিতা ফলপ্রসূ হয়েছে । চীন পারস্পরিক কল্যাণ ও উপকারিতা আর যৌথ উন্নয়নের নীতির ভিত্তিতে দুদেশের শিল্প খাতের পুঁজিবিনিয়োগের নানা রকম সহযোগিতায় উত্সাহ আর সমর্থন দেবে ।
কিম ইয়োং নাম বলেছেন , সাধারণ সম্পাদক হু'র সফর অবশ্যই দুদেশের ঐতিহ্যিক বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে । উত্তর কোরিয়া চীনের সংগে হাতে হাত মিলিয়ে প্রচেষ্টা চালিয়ে দুদেশের ঐতিহ্যিক মৈত্রী জোরদার করবে এবং পারস্পরিক উপকারিতার নীতি অনুযায়ী দ্বিপাক্ষিক ৪ সহযোগিতা ত্বরান্বিত করবে ।
একই দিন হু চিন থাও কোরীয় ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কিম জুং ইলের সমভিব্যাহারে চীনের সাহায্য নির্মিত দাই আন মৈত্রী কাঁচ কারখানা পরিদর্শন করেছেন।
|