২৯ অক্টোবর চীনের রাষ্ট্রীয় মহাকাশ ব্যুরোর মহা-পরিচালক সুং ইয়েন চি চীনের পিপলস্ ডেইলিকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন , চীনের মহাকাশ পরিভ্রমণের সামর্থ্য আরো উন্নত হবে ।
তিনি বলেছেন , আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে চীনের মানববাহী মহাকাশ পরিভ্রমণ প্রকল্প অব্যাহত থাকবে ; পূর্ব- পরিকল্পনা অনুযায়ী , ২০০৭ সালের কাছাকাছি চাঁদ প্রদক্ষিণ করার প্রকল্প বাস্তবায়িত করা হবে; দূষণমুক্ত নতুন প্রকার পরিবাহক রকেট গবেষণা আর তৈরী করা হবে ; মহাকাশ আর বৈজ্ঞানিক উপগ্রহের প্রায়োগিক কাজ আরো ভালভাবে আঁকড়ে ধরা হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা আরো জোরদার করা হবে , যাতে শান্তিপূর্ণ উপায়ে মহাকাশ ব্যবহার করা যায় ।
|