v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-28 19:15:34    
২৮ অক্টোবর

cri
** লাইবেই-এর ডায়েরী প্রকাশ

    ১৯৯৬ সালের ২৮ অক্টোবর লাইবেই-এর ডায়েরী প্রকাশিত হয়। তিনি হচ্ছেন চীনে জার্মানীর সীমেনস কোম্পানির প্রধান লাইবেই । যখন জাপানের সৈন্য বাহিনী চীনের নানচিং শহর দখল করে তখন নানচিংয়ের বিদেশী নগরবাসীদের সঙ্গে মিলিতভাবে আন্তর্জাতিক নিরাপত্তা এলাকা প্রতিষ্ঠা করেন তিনি। তারা চীনা শরণাথী গ্রহণ করেন এবং সুরক্ষা করার চেষ্টা করেছেন । লাইবেই হচ্ছেন নিরাপত্তা এলাকার চেয়ারম্যান। যুদ্ধ শেষ হওয়ার পর, চীনের কুওমিনটাং সরকার তাঁকে ছেইয়ু পদক প্রদান করে। নানচিং থাকার সময় তিনি ৮টি ডায়েরী লিখেছেন বলে তাতে জাপানের সৈন্য বাহিনীর নানচিংয়ে ব্যাপক গণহত্যার বিষয় বিশদভাবে লিপিবদ্ধ হয়েছে। যে পুরনো ঐতিহাসিক তথ্য লাইবেইয়ের নাতি তা প্রকাশ করেন তা সাম্প্রতিক বছরে জাপানের যুদ্ধকালীন মনোভাব গোপন করার প্রচেষ্টা নস্যাত্ করে।

** বিলগেটসের জন্ম

    ১৯৫৫ সালের ২৮ অক্টোবর বিলগেটসের জন্ম ।

    মাইক্রো সফট কোম্পানির প্রতিষ্ঠাতা, বর্তমান মাইক্রো সফট কোম্পানির প্রেসিডেন্ট বিলগেটস হচ্ছেন বিশ্বে সবচেয়ে ধনী মানুষের অন্যতম। তাঁর সম্পত্তি ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি । ৭০ দশকে তিনি মার্কিন হারভার্ড বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেন, কিন্তু দুই বছর পর যখন তাঁর লেখাপড়া শেষ হয় নি তখন এই বিখ্যাত বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছিলেন। এরমধ্যে দুটি কারণ ছিল: প্রথম, লেখাপড়া ঘৃণা করেন দ্বিতীয় তিনি ভবিষ্যদ্বাণী করেন যে ভবিষ্যতে ব্যক্তিগত কম্পিউটার উন্নয়নের সম্ভাবনা খুবই বিশাল। তাই ১৯৭৫ সালে তিনি আর তাঁর বন্ধু বল আলান একত্রে শুধু ১০০০ মার্কিন ডলার নিয়ে মাইক্রো সফট কোম্পানি স্থাপন করেন। তখন বিলগেটসের মাত্র ২০ বছর ছিল ।

**প্যারিসে চীনের সাংস্কৃতিক উত্সব মহাসমারোহে উদ্বোধন হয়

    ২০০০ সালের ২৮ অক্টোবর চীনের কেন্দ্রীয় ঐতিহ্যবাহী সংগীতদল প্যারিসের সিয়াং সিয়েলিশে মহাভবনে প্রথম সংগীতানুষ্ঠান করে , এবং প্যারিসে চীনের সাংস্কৃতিক উত্সব শুরু হয়। এটা হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত চীনের প্রথম সাংস্কৃতিক আদাপ্রদান তত্পরতা ।

    ফ্রান্সে চীনের সাংস্কৃতিক কাউন্সিলার হৌ শুহুয়া উদ্বোধন হওয়ার আগে সংবাদ সম্মেলনে বলেন, এটা হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত চীনের প্রথম বড় সাংস্কৃতিক আদাপ্রদান তত্পরতা , যাতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রচুর সমর্থন পেয়েছে। ফ্রান্সে চীনের রাষ্ট্রদূত উ চিয়ানমিন বিশেষ করে বলেন যে " চীনের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার প্রদর্শনী" সম্বন্ধে প্রেসিডেন্ট জিয়াং জেমিন ও প্রেসিডেন্ট শিরাকের ব্যাপক সমর্থন পেয়েছে।

** চীন- ফিনল্যান্ড কূটনৈতিক সম্পর্ক স্থাপন

    ফিনল্যান্ড হচ্ছে ফিনল্যান্ড প্রজাতন্ত্র। তার অর্থ হচ্ছে " হ্রদ ও জলাভূমির দেশ" ।ইউরোপের উত্তর দিকে অবস্থিত। আয়তন ৩ লাখ ৩৮ হাজার বর্গকিলমিটার। লোকসংখ্যা হচ্ছে ৬০ লাখ , এরমধ্যে ফিনল্যান্ডী প্রায় ৯৩.৬ শতাংশ, সুইডেনী প্রায় ৬.২ শতাংশ। ফিনিশ ও সুইডিশভাষা রাষ্ট্রীয় ভাষা । ৮৮.৪ শতাংশ অধিবাসী খৃষ্ট ধর্ম বিশ্বাস করে। রাজধানি হচ্ছে হেলসিংকি। ১৯৫০ সালের ২৮ অক্টোবর চীন ও ফিনল্যান্ড কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।