উত্তর ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক স্থায়ী পরামর্শ সংস্থা--- উত্তর দক্ষিণ অর্থনৈতিক সহযোগিতা পরামর্শ বিষয়ক কার্যালয় ২৮ অক্টোবর উত্তর কোরিয়ার কাইসোং শহরে প্রতিষ্ঠিতহয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ।
আর্থ-বানিজ্যিক আদানপ্রদান নিশ্চিত করা , দুপক্ষের অর্থবিনিয়োগের প্রকল্প পরিচয় করিয়ে দেয়া ও ত্বরান্বিত করা এবং সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যেকার অর্থনৈতিক বৈঠক নিশ্চিত করা কার্যালয়টির দায়িত্ব।
উত্তর-দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন কমিশনের দক্ষিনকোরিয়ার চেয়ারম্যান, দক্ষিণ কোরিয়ার আর্থ মন্ত্রনালয়ের উপমন্ত্রী পাক বিং ওন এবং উত্তর কোরিয়ার চেয়ারম্যান চোই ইয়োংগোন প্রমুখ কর্মকর্তারা কার্যালোয়টির প্রতিষ্ঠাঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন । দুপক্ষ মনে করে যে , কার্যালয়টির প্রতিষ্ঠা উত্তর-দক্ষিন কোরিয়ার অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করবে এবং কোরিয়া উপদ্বীপের অর্থনৈতিক গোষ্ঠী গড়ে তোলার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
|