তাইওয়ানের পর্যটন সমিতির আমন্ত্রণে চীনের মূল ভূভাগের পর্যটন সংস্থার প্রতিনিধি দল ২৮ অক্টোবর তাইপে শহরে পৌঁছে দশদিনব্যাপী সফর শুরু করেছে।
জানা গেছে , প্রতিনিধি দলটি তাইওয়ানে মূল ভূভাগের পর্যটকদের সম্ভাব্য ভ্রমণ- লাইন এবং তাইওয়ানের হোটেল , পর্যটনজাত দ্রব্য, পরিসেবার মান ও পর্যটনের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে । প্রতিনিধি দলটির সদস্যরা তাইওয়ানের পর্যটন মহলের সহকর্মীদের সঙ্গে তাইওয়ানে মূল ভূভাগের পর্যটকদের সম্ভাব্য ভ্রমণ নিয়ে ব্যাপকভাবে মতবিনিময় করবেন ।
তাইওয়ানের পর্যটন সংস্থার কর্মকর্তারা প্রতিনিধি দলটিকে স্বাগত জানিয়ে বলেছেন , তাঁরা আশা করেন , পর্যটন ক্ষেত্রে দু তীরের সহযোগিতা ক্রমাগত সম্প্রসারিত হবে যাতে তাইওয়ানের জনসাধারণ উপকৃত হন।
|