চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খং ছুয়ান ২৭ অক্টোবর পেইচিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলে বলেছেন জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি যে বছরের পর বছর দ্বিতীয় মহাযুদ্ধের প্রথম সারির যুদ্ধাপরাধীর স্মৃতিফলক সম্বলিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন করছেন তাতে চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়েছে এবং দু দেশের সম্পর্কের স্বভাবিক বিকাশে বাধা সৃষ্টি হয়েছে ।
খং ছুয়ান আরো বলেছেন , এই থেকে সৃষ্ট গুরুতর পরিস্থিতি জাপান পক্ষের জানা উচিত । আগ্রাসী যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণের যে প্রতিশ্রুতি জাপান দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে । জাপান চীনা জনগনের অনুভূতির উপর আঘাত হানার মত কাজ ভবিষ্যতে আর করবে না বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
জাপান সফররত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বান কি মোনও ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পনের জন্য জুনিচিরো কোইজুমির নিন্দা করেছেন । জাপানের পররাষ্ট্র মন্ত্রী মাছিমুরা নোবুটাকার সঙ্গে বৈঠক করার সময় তিনি বলেছেন, জুনিছিরো কোইজুমি যে আবার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পন করেছেন তাতে দক্ষিণ কোরিয়ার জনগণের অনুভূতি পদদলিত হয়েছে ।
|