v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-28 16:52:28    
৩০ অক্টোবর

cri
    ** ১৯৪৩ সালের ৩০ অক্টবোর চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন মস্কোয় সাধারণ নিরাপত্তা ঘোষণা স্বাক্ষর করে এবং শান্তি নিশ্চিয়তাবিধান আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করে।

    ** ১৯৪৫ সালের ৩০ অক্টোবর গণ সংগীতজ্ঞ শিয়েন শিং হাইর মৃত্যু

    শিয়েন শিং হাই (১৯০৫--১৯৪৫) কুয়াংতুং প্রদেশের পানইউ অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের প্যারিস সংগীত ইনস্টিটিউটে লেখাপড়া করেন । স্বদেশে ফিরে আসার পর জাপানী আগ্রাসন প্রতিরোধ সংক্রান্ত সংগীত অভিযানে অংশ নেন এবং বহু শ্রেষ্ঠ রচনা করেন। তিনি ইয়েন আন রুশুন শিল্প একাডেমির সংগীত বিভাগের পরিচালক ছিলেন। ১৯৪৫ সালে তিনি মস্কোয় মৃত্যুবরণ করেন।

    ** ১৯৮৯ সালের ৩০ অক্টোবর "প্রত্যাশা প্রকল্প" প্রতিষ্ঠিত

    ১৯৮৯ সালের ৩০ অক্টোবর চীনের বালক উন্নয়ন তহবিল দরিদ্র অঞ্চলের স্কুলচ্যুত শিশুদের জন্য শিশু তহবিল স্থাপনের সিদ্ধান্ত নেয়, যাতে দীর্ঘকাল ধরে চীনের দরিদ্র অঞ্চলের দরিদ্র পরিবারের মেধাবী স্কুলচ্যুত শিশুদেরকে পুনর্বার শিক্ষা গ্রহণের সুযোগ দেয়া যায়।

    "প্রত্যাশা প্রকল্প" নামে এই উদ্ধার ও সাহায্য অভিযান পার্টি ও রাষ্ট্র নেতাদের , বিশেষ করে প্রবীণ প্রজন্মের বিপ্লবীদের প্রশংসা ও সমর্থন পেয়েছে। প্রত্যাশা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সামাজিক শক্তির সাহায্যে শিক্ষাদান করা, দরিদ্র অঞ্চলের বুনিয়াদী শিক্ষা ত্বরান্বিত করা। প্রতিষ্ঠার দশ বছর পর এই প্রকল্পে মোট দেশ-বিদেশের চাঁদা পেয়েছে ১৭৮ কোটি ২০ লাখ ইউয়েন রেনমিনপি, তা দিয়ে ৭ হাজার ৫৪৯টি প্রত্যাশা প্রাথমিক স্কুল নির্মাণ করেছে, ২২ লাখ ৯ হাজার জন দরিদ্র শিশু আর্থিক সাহায্য পেয়ে আবার স্কুলে ভর্তি হয়েছে । চীনের শহরবাসীদের মধ্যে শতকরা ৯৩.৯ ভাগ লোক প্রত্যাশা প্রকল্প সম্পর্কেজানেন। এই প্রকল্পটি বিংশ শতাব্দীর ৯০'র দশরে সবচেয়ে ব্যাপক সামাজিক প্রভাবশালী বেসরকারী কল্যাণমূলক প্রকল্পে পরিণত হয়েছে।

    ** ১৯৪৭ সালের ৩০ অক্টোবর শুল্ক ও বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তি স্বাক্ষর

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ১৯৪৭ সালের ৩০ অক্টোবর ২৩টি দেশ জেনিভায় শুল্ক ও বাণিজ্যিক নীতি সংক্রান্ত একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি অর্থাত্ শুল্ক ও বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তিস্বাক্ষর করেছে। এই দলিলের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত মৌলিক নীতি, নানা নিয়মকানুন, কার্যকরী ব্যবস্থা এবং নিষেধাজ্ঞা ইত্যাদি বিষয়বস্তু। সাধারণ চুক্তি১৯৪৮ সালের ১ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়। ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কোয় অনুষ্ঠিত শুল্ক ও বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তির মন্ত্রী পর্যায়েরসম্মেলনে বিশ্বব্যাপী বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, তা দিয়ে শুল্ক ও বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তির স্থলাভিষিক্ত হয়েছে।

    ** ১৯৫৩ সালের ৩০ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্শাল মার্শালপরিকল্পনা প্রণয়ন করার জন্য তাঁকে ১৯৫৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় । এই পরিকল্পনাটি ইউরোপীয় দেশগুলোকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ধ্বংসাবস্থা থেকে সমৃদ্ধি পুনরুদ্ধার করাতে সাহায্য করেছে।

    ** ১৯৮৩ সালের ৩০ অক্টোবর ঘটানো পূর্ব আরবের প্রবল ভূমিকম্পে মিসর , সিরিয়া, ইরান এবং ইরাকে মোট এক হাজার ১৩৩২ জন লোক প্রাণ হারিয়েছে।

    ** ১৯৯৫ সালের ৩০ অক্টোবর জাপান ঔমসিনরিকিও ভেঙে দেয়ার আদেশ দেয়

    জাপানের ধর্ম আইন অনুসারে ১৯৯৫ সালের ৩০ অক্টোবর জাপানের টোকিও স্থানীয় আদালতের দেওয়ানী আইন বিভাগ ঔমসিনরিকিও স্পষ্টভাবে গণ স্বার্থ লঙ্ঘন করা এবং ধর্মীয় গোষ্ঠীর বৈশিষ্ট্যের সঙ্গে অসংগতিপূর্ণ তত্পরতা চালিয়েছে বলে ঔমসিনরিকিওকে ভেঙে দেয়ার আদেশ দিয়েছে।