v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-28 15:29:09    
লোবাজাতির মেয়ে সিয়াওহোং

cri
    চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের লোবাজাতির লোকসংখ্যা মাত্র তিন হাজার । সিয়াও হোংলোবাজাতির এই তিন হাজার লোকেরমধ্যে একজন । তিনি চীনের জাতীয় গণ কংগ্রেসের একজন প্রতিনিধিও । সংখ্যালঘুজাতির মধ্যে অতি কম লোকসংখ্যাসম্পন্ন এক জাতির মানুষ হয়েও সিয়াও হোং তিব্বতে অত্যন্ত বিখ্যাত । এমন কি মিলিন জেলায় তাকে চিনেন না এমন লোক নেই বলা যায় ।

    মিলিন জেলা তিব্বতের দক্ষিণ পূর্বঅঞ্চলে অবস্থিত । সিয়াও হোং ও দশ-বারোটি লোবাজাতি পরিবার জেলা শহরের বাইরে ঘন বনাবৃত এক পাহাড়ের ঢালুতে বসবাস করে ।

    সিয়াও হোংয়ের বাবামা দুজনই কৃষক । ১৯৯৬ সালে সিয়াও হোং তিব্বত কৃষি ও পশুপালন ইনস্টিটিউট থেকে স্নাতক হয়ে মিলিন জেলার মিলিন থানার সরকারী অফিসে কাজ শুরু করেন । চার বছর পর তিনি থানার উপপরিচালক হন । ২০০৩ সালে তিনি জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিতহন ।

    লোবাজাতির নিজের ভাষা আছে , কিন্তু নিজের অক্ষর নেই । দীর্ঘকাল ধরে প্রত্যন্তগভীর পাহাড়ী এলাকায় বসবাস করার কারণে লোবাজাতি অধ্যুষিত এলাকার অর্থনীতিঅপেক্ষাকৃত পশ্চাত্পদ ছিল । ১৯৫৯ সালে তিব্বতে গণতান্ত্রিক সংস্কার চালু এবং ভূমিদাস ব্যবস্থা রহিত হওয়ার পর এই পশ্চাদপদ অবস্থার আমূল পরিবর্তন হয় । সেই সময় থেকে তিব্বতের অন্যান্য সংখ্যালঘুজাতির মতোলোবাজাতিও সমান রাজনৈতিক অধিকার , অর্থনৈতিক অধিকার আর ব্যক্তি স্বাধীনতাপেয়েছে ।

    সিয়াও হোংয়ের তিনজন ভাই আছেন । তারা স্কুলে লেখাপড়া করেননি বলে এখনো জমি চাষ করছেন । সিয়াও হোং ও ছোটো বোন তিব্বতের কৃষি ও পশুপালন এলাকার ছাত্রছাত্রীদের জন্যে রাষ্ট্রের দেয়া বিনাখরচে বাধ্যতামূলক শিক্ষা লাভ করেছেন । সিয়াও হোং বলেছেন , পূর্বপুরুষদের তুলনায় আজকের লোবাজাতীয়দের জীবনযাত্রারবিরাট পরিবর্তনহয়েছে । লোবাদের জীবনযাপনের পদ্ধতির বিরাট পরিবর্তন হয়েছে । অতীতকালে লোবাজাতীয়দের রীতিনীতি অনেক পশ্চাত্পদ ছিল । যেমন বিয়ের সময় ভোজসভা আয়োজন করার জন্যে পরিবারের পালিত শুয়োর ,গরু, ছাগল জবাই করা হত , এখন এই অভ্যাসের পরিবর্তন হয়েছে । এখন লোবাজাতীর মানুষের থাকার আর স্বাস্থ্যরক্ষার পরিবেশ অনেক উন্নত হয়েছে ।

তিনি বলেছেন ,মিলিন থানার লোবাজাতির মানুষরা গভীর পাহাড়ী এলাকা থেকে যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক সমতলভূমিতে স্থানান্তরিত হয়েছেন । সরকার গরিব পরিবারের জন্যে বাড়ি নির্মানে অর্থ সাহায্য দিয়েছে এবং উত্পাদন যন্ত্রপাতি সরবরাহ করেছে । শুধু গত এক বছরে তিনি জেলা সরকারের কাছ থেকে ৪ লক্ষ রেনমিনপি আদায় করে নিজের থানার ১১টি লোবাজাতির বাড়িঘর নির্মানে সাহায্য করেছেন ।

    নানই লোবা থানা মিলিন জেলার একমাত্র লোবাজাতির স্বশাসিত থানা । সিয়াও হোং বলেছেন ,মিলিন থানা যাতে দারিদ্র্য থেকে মুক্তি পায় তার জন্য স্থানীয় সরকার গত বছর থানা সরকারকে সড়কের আশেপাশে স্থানান্তরিত করেছে । অফিস ও জনসাধারণের জন্যে নতুন বাড়িঘর নির্মান করেছে । এর আগে নির্মিতকয়েকটি লোবাজাতি অধ্যূষিত গ্রামের সঙ্গে সংলগ্ন এই বাড়িঘরগুলোতেলোবাজাতিরমোট ৫০০জন লোক বসবাস করেন । সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও লোবাজাতির বিশেষ রীতিনীতি ও সংস্কৃতির কল্যাণে নানই লোবা থানা পর্যটকদের আকর্ষণ করেছে । পর্যটকদের পশু শিকারী ঐতিহ্যিক নাচ দেখানোর মাধ্যমে গ্রামবাসীদের আয়ও বেড়েছে ।

    সিয়াও হোং মাঝেমাঝে গ্রামে গিয়ে কৃষক ও পশুপালকদের তাদের অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করেন । তিনি বলেছেন , গ্রামবাসীরা রাস্তা মেরামত ও পর্যটন-সম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেন । সমস্যাগুলোর সমাধান করতে অক্ষম হলে আমি জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধির নামে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ কংগ্রেস ও স্থানীয় সরকারের সাহায্য আদায় করার প্রয়াস নিতাম । পেইচিং গিয়ে জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে অংশ নেয়ার সুযোগে আমি অন্যান্য প্রতিনিধিদেরসঙ্গে মিলে সরাসরি সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থার কাছে প্রস্তাব দাখিল করি । এ কয়েক বছরে তিনি যে প্রস্তাবগুলো পেশ করেছেন সেগুলোর মধ্যেঅনেকগুলোইসময়োচিতভাবে গৃহীত ও বাস্তবায়িতহয়েছে ।

    সিয়াও হোং বলেছেন,সাম্প্রতিক তিন বছরে তিনি পেইচিংয়ে গিয়ে জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার সুযোগে সরাসরি রাষ্ট্রীয় নেতাদের কাছে লোবাজাতির সমস্যা যা কেন্দ্রীয় সরকারের সাহায্যে সমাধান করা প্রয়োজন তা বর্ণনা করতেন ।এটা আগে সম্ভব হত না । সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট হু চিনথাও লোবাজাতির কথা খুব মনে করেন । তিনি তিব্বতী দলের আলোচনা-সভায় অংশ নিলে আমরা লোবাজাতি ও মেনবাজাতির প্রতিনিধিরা তাঁকে হাদা দান করতাম । তিনি আমাকে লোবাজাতির জনগণের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞেস করলে আমি উত্তর দেই যে , আগের চেয়ে অনেক ভাল হয়েছে। অতীতে লাসা থেকে আমাদের গ্রামে যেতে চার দিন লাগত , এখন মাত্র এক দিন লাগে ।

    জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সিয়াও হোংয়ের অভিব্যক্তিতে তাঁর তিব্বতী সহকর্মী ছিরেনইয়ুচেন অত্যন্ত সন্তুষ্ট । তিনি বলেছেন , জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিতহওয়ার পর তাঁর অনেক উন্নতি হয়েছে । তিনি জনসাধারণের জন্যে অনেক বাস্তব কাজ করেছেন বলে জনসাধারণ তাঁকে ভালবাসেন । তিনি চমত্কারভাবে গণ প্রশাসন ও স্বাস্থ্যরক্ষা প্রভৃতি ক্ষেত্রের কাজ সম্পন্ন করেছেন । তিনি আরও সাফল্য অর্জন করবেন বলে আমি আশা করি ।

    দশম চীনা জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সিয়াও হোংয়ের কর্ম-মেয়াদের আরও দুবছর বাকি । তিনি বলেছেন,তাঁর কর্ম-মেয়াদে তিনি জনসাধারণের জন্যে আরও বেশী তদন্ত ও গবেষণা চালাবেন,নিম্ন স্তরের জনসাধারণের মতামত ও প্রস্তাব উপরের নেতাদের জানাবেন । তিনি আরও একটি সন্তান জন্ম দিতে চান । তাঁর কাছে দুই সন্তান যথেষ্ট।