ই-ইউ'র ২৫টি সদস্য দেশের দিনব্যাপী অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন ২৭ অক্টোবর লন্ডনের হ্যাম্পটন কোর্ট প্যালেসে আয়োজিত হয়েছে । সম্মেলনে অংশগ্রহণকারীরা ই-ইউ'র অর্থনৈতিক উন্নয়নের দিক নিয়ে ব্যাপকভাবে একমত হয়েছেন । তাঁরা মনে করেন বিশ্বায়নের চ্যালেন্জ্ঞ মোকাবিলা করার লক্ষ্যে ই-ইউ'র অর্থনৈতিক ও সামাজিক সংস্কার করতে হবে ।
সম্মেলন শেষে ই-ইউ কমিশনের চেয়ারম্যান জোস ম্যানুয়েল বারোসোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বই-ইউ'র পালাক্রমিক সভাপতি দেশ বিটেনের প্রধানমন্ত্রী টনী ব্লেয়ার বলেছেন , বিভিন্ন দেশের নেতাদের ইউরোপকে সঠিক উন্নয়নের পথে এগিয়ে নেবার লক্ষ্যে জনস্বার্থের ওপর আরও মনোযোগ দেবার বিষয়ে একমত হয়েছে । তিনি জোর দিয়ে বলেছেন , উন্নয়নের দিক নির্ধারণের পর ই-ইউ'র অচলাবস্থায় পড়া অন্তঃর্বর্তীকালীন আর্থিক বাজেট সহ অন্যান্য সমস্যার সমাধান করা যাবে ।
|