ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ২৭ অক্টোবর স্বীকার করেছেন, ইরাকের সুন্নি ও শিয়া সম্প্রদায়ের সশস্ত্র ব্যক্তিদের মধ্যে একইদিন বাগদাদের পূর্বাঞ্চলে সংঘর্ষ ঘটেছে। এতে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।
জানা গেছে, ইরাকের সশস্ত্র শিয়া সংস্থা মেহদি আর্মির সশস্ত্র ব্যক্তিরাএকইদিন বাগদাদের পূর্বাঞ্চলের দিকে যাওয়ার পথে অপহৃত একজন সদস্যকে উদ্ধার করার সময় সশস্ত্র সুন্নী ব্যক্তিদের আকস্মিক আক্রমণের শিকার হয়। এ সময় তাদের সঙ্গে পুলিশ ছিল। দু'পক্ষের মধ্যে তুমুল গুলিবিনিময়ে মেহদি আর্মির ২৩ জন, সুন্নী সম্প্রদায়ের ২০ জন এবং দু'জন পুলিশ নিহত হয়েছে। তা ছাড়া, আরও দশাধিক আহত ও বন্দী হয়েছে।
|