চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক মা খাই ২৭ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে পুঁজি সংগ্রহেরবিধা সৃষ্টি করার জন্যে সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন স্তরের সরকার পরপর ধারাবাহিক কার্যকর ব্যবস্থা নেয়ার প্রচেষ্টা চালিয়েছে ।
পূর্ব এশিয়ার মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও অর্থবিনিয়োগ ত্বরান্বিত করা সম্পর্কে প্রথমশীর্ষ সম্মেলনে মা খাই একথা বলেছেন । তিনি বলেছেন , মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সমর্থন করার জন্যে চীন বানিজ্যিকব্যাংকে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের ক্রেডিট বিভাগ বসিয়ে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের ঋণ নেয়ার অনুপাত বাড়ানো প্রভৃতি ব্যবস্থার মাধ্যমে বলিষ্ঠভাবে সেগুলোর পুঁজি সংগ্রহের পরিবেশ উন্নত করেছে । জানা গেছে , এ বছর চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোতে যে ঋণ দেয়া হয়েছে তা ১০ বিলিয়ন রেন মিনপি ছাড়িয়েছে । এটা গত বছরের দ্বিগুন ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছরের শেষ নাগাদ চীনের মোট শিল্পপ্রতিষ্ঠানের৯৯ শতাংশ হল মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান।
|