চীনের দশম জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অষ্টাদশ অধিবেশন ছ'দিন চলার পর ২৭ অক্টোবর পেইচিংয়ে সমাপ্ত হয়েছে । অধিবেশনটিতে সংশোধিত " কোম্পানি আইন" , " সিকিউরিটিস আইন", "ব্যক্তিগত আয়কর আইন" প্রভৃতি গৃহিত হয়েছে এবং " জাতিসংঘ দুর্নীতি বিরোধী আইন" অনুমোদিত হয়েছে ।
জানা গেছে , সংশোধিত " ব্যক্তিগত আয়কর আইনে " চীনের ব্যক্তিগত আয়কর আদায় করার ক্ষেত্রে আয়সীমা দ্বিগুণে বাড়ানো হয়েছে এবং উচ্চ আয়কারীদের কর আদায় করার কাজ জোরদার করা হয়েছে । তাছাড়া অধিবেশনটিতে বিদেশী কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সীমিত অব্যাহতি দেওয়ার আইনও গৃহীত হয়েছে , আইনটি হংকং , ম্যাকাও বিশেষ প্রশাসনিক এলাকায়ও প্রযোজ্য হবে । এ ছাড়া জাতীয় গণ কংগ্রসের স্ট্যান্ডিং কমিটি এই দিনে " জাতিসংঘ দুর্নীতি বিরোধী চুক্তি" অনুমোদন করেছে । যাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে দুর্নীতিবাজসরকারী কর্মকর্তাদের বিদেশে পালিয়ে যাওয়ার পথ অবরোধ করা ও দুর্নীতির মাধ্যমে চুরি করা টাকাপয়সা ফিরিয়ে আনার পক্ষে সহায়ক হবে ।
|