চীনের উপ-স্বাস্থ্যমন্ত্রী ওয়াং লং দে ২৭ অক্টোবর চীনের পূর্বাঞ্চলের সুচৌ শহরে বলেছেন, এইডস প্রতিরোধ জোরদারের জন্য চীন সরকার আইন-বিধি প্রয়োগ ও আরও বেশি অর্থ-বরাদ্দ করার ব্যবস্থা নেবে।
সুচৌ শহরে একটি ফোরামে তিনি এই কথা বলেছেন। তিনি বলেন, চলতি বছরে এইডস রোধের জন্য বরাদ্দকৃত অর্থ গত বছরের ৮৩ কোটি আর.এম.পি-এর চেয়ে কম হবে না। আগামী বছরে এর পরিমাণ আরও বাড়বে। তিনি আরও বলেছেন, এই ব্যবস্থা চীনে এইডস প্রতিরোধের অনুকূল হবে।
ওয়াং লং দে আরও বলেছেন, এ বছরের শেষ দিকে "এইডস রোধ সংক্রান্ত আইন-বিধি" প্রবর্তিত হবে এবং আগামী ১ ডিসেম্বর "এইডস দিবস" উপলক্ষে চীনের এইডসের সর্বশেষ অবস্থা সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হবে।
|