ইস্রাইলের উত্তরাঞ্চলে অবস্থিত উপকূলীয় হাদেরা শহরে ২৬ অক্টোবর বিকেলে একটি আত্মঘাতী বোমা হামলায় ৫জন নিহত এবং ১০জনেরও বেশি আহত হয়েছে।
ইসলামিক জিহাদ এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে এবং বলেছে যে, কয়েক দিন আগে জর্দান নদীর পশ্চিম তীরে এই সংস্থার একজন নেতাকে ইস্রাইল হত্যা করেছে বলে তারা জবাব দিয়েছে।
একই দিন ফিলিস্তিনের জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে পারে নি বলে ইস্রাইল ফিলিস্তিনের প্রতি অভিযোগ করেছে এবং সশস্ত্র সংস্থা নির্মূল করার জন্য দ্রুতভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে।
ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস একই দিন এক বিবৃতিতে বলেছেন, এই হামলা ফিলিস্তিনীদের স্বার্থের ক্ষতি করেছে। এতে ফিলিস্তিন ও ইস্রাইলের সহিংস সংঘর্ষ আরও ছড়িয়ে পড়তে পারে। ফিলিস্তিনের প্রধান প্রতিনিধি সায়ের এরেকাতও হামলার তীব্র নিন্দা করেছেন।
একই দিন এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব কফি আনানও হামলার নিন্দা ও শোক প্রকাশ করেছেন এবং সহিংস তত্পরতার অনবরত না হওয়ার জন্য ফিলিস্তিন ও ইস্রাইলের উদ্দেশ্যে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাক্লেলান ফিলিস্তিনের ক্ষমতা সংস্থার উদ্দেশ্যে আরও ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন, যাতে সহিংসতা ও সন্ত্রাস রোধ করা যায়।
|