চীনে নিযুক্ত জাতিসংঘের ইউনেস্কুর কার্যালয়ের একজন কর্মকর্তা ২৭ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , ইউনেস্কু পেইচিংয়ের চৌকৌতিয়ানে পেইচিং মানব-ধ্বংসাবশেষ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ও আর্থিক সাহায্য যোগাবে ।
পেইচিংয়ের চৌকৌতিয়ানে পেইচিং মানব-ধ্বংসাবশেষ সংক্রান্ত আন্তর্জাতিক বিশেসজ্ঞদের দ্বিতীয় অধিবেশনে তিনি এই কথা বলেছেন
জানা গেছে ,এই অধিবেশনে প্রধানত: পেইচিং মানব-ধ্বংসাবশেষের সংরক্ষণ , বৈজ্ঞানিক গবেষণা ও যাদুঘর নির্মান নিয়ে আলোচনা করা হচ্ছে ।
উল্লেখ করা যেতে পারে যে , পেইচিং মানব-ধ্বংসাবশেষ পেইচিংয়ের দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে অবস্থিত । আজ থেকে পাঁচ লক্ষ বছর আগে পেইচিং- মানব সেখানে থাকত । এশিয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্বিক ধ্বংসাবশেষ হিসেবে পেইচিংয়ের চৌকৌতিয়ানে প্রচুর ফসিল আবিষ্কৃত হয়েছে ।
|