২৭ অক্টোবর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও মস্কোয় অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশের প্রধানমন্ত্রীদের চতুর্থ সম্মেলনে অংশগ্রহণ করার পর মস্কো থেকে স্বদেশে ফিরে এসেছেন ।
২৭ অক্টোবর ওয়েন চিয়াপাও মস্কোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ আর কিরগিজস্তানের প্রধানমন্ত্রী কুলোভের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।
২৬ অক্টোবর ওয়েন চিয়াপাও মস্কোয় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশের প্রধানমন্ত্রীদের চতুর্থ সম্মেলনে অংশগ্রহণ করেছেন । সম্মেলনে ভাষণে তিনি বলেছেন যে, জটিল আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য সাংহাই সহযোগিতা সংস্থা সহযোগিতার ইচ্ছা বাস্তবায়ন করার দরকার আর আসতানা শীর্ষ সম্মেলনে গৃহীত ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়িত হবে ,যাতে আরো ভালোভাবে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সুনিশ্চিত করা যায় এবং সদস্যদেশগুলোর মিলিত উন্নয়নে ত্বরান্বিত করা যায় ।
তিনি আরো বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থার অর্থনৈতিক সহযোগিতার ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়েছে । সাংহাই সহযোগিতা সংস্থার অর্থনৈতিক সহযোগিতায় সাফল্য অর্জন করার জন্যে প্রত্যেক সদস্যদেশ আরো ব্যাপক প্রচেষ্টা চালানো দরকার ।
২৬ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়েন চিয়াপাওয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।
|