v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-27 17:19:56    
জাতিসংঘ

cri

    বিশ্বের ফ্যাসিবাদে প্রতিরোধ যুদ্ধের বিজয় হয়েছে বলে জাতিসংঘ গঠিত হয়েছে । ১৯৪৫ সালের এপ্রিল মাসের ২৫ তারিখে ৫০টি দেশের প্রতিনিধিরা মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিস্কোয় জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা সম্মেলন আয়োজন করেন । জুন মাসের ২৬ তারিখে ৫০টি দেশের প্রতিনিধিরা "জাতিসংঘ সনদ" স্বাক্ষর করেন , পরে পোল্যান্ডও যুক্ত হয় । একই বছরের ২৪ অক্টোবর চীন , ফ্রান্স , ব্রিটেন , যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ অনুমোদন দলিল দাখিল করার পর জাতিসংঘ সনদ কার্যকর হয়েছে , জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে ।
    জাতিসংঘের মর্ম হল আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি রক্ষা করা , বিভিন্ন দেশের জনগণের সমান অধিকার  ও সম্মানের ভিত্তিতে বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন করা , বিভিন্ন দেশের অর্থনীতি , সমাজ , সংস্কৃতি ও মানবতাবাদী সমস্যা সমাধান করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা চালানো এবং সকল মানুষের  মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে সম্মান এবং তা অর্জন  ত্বরান্বিত করা ।
    জাতিসংঘে সাধারণ পরিষদ , নিরাপত্তা পরিষদ , অর্থনৈতিক ও সমাজিক নির্বাহী পরিষদ , আছি পরিষদ , আন্তর্জাতিক আদালত ও সচিব কার্যালয় ৬টি প্রধান সংস্থা আছে । প্রতিবছরে একবার জাতিসংঘ সম্মেলনের আয়োজন হয় । প্রতিবছরের সেপ্টেম্বর মাসে এই সম্মেলন শুরু  এবং ডিসেম্বর মাসে শেষ হয় । সনদ অনুযায়ী সম্মেলনে সনদের কাঠামোতে যে কোনো সমস্যা বা ব্যাপার নিয়ে পরামর্শ করা যায় , এবং সদস্য দেশ ও নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাব দেয়া যায় ।
নিরাপত্তা পরিষদ চীন , ফ্রান্স , রাশিয়া , ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এই পাঁচটি স্থায়ী সদস্য দেশ ও ১০টি অঞ্চল থেকে পালাক্রমে অস্থায়ী সদস্য দেশ নিয়ে গঠিত হয় । সনদে লেখা হয়েছে , নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি রক্ষার  দায়িত্ব পালন করবে ।  মহাসচিব হলেন জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর নেতা । বর্তমান মহাসচিব হলেন কফি আনান । তা ছাড়া , প্রয়োজন অনুযায়ী জাতিসংঘের বিভিন্ন ধরনের নির্বাহী পরিষদ , কমিশন ও অন্য সংস্থা আছে এবং  সদর দপ্তর নিইউয়র্কে ।
    ৬০ বছর ধরে জাতিসংঘ মানব জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা , সমাজ ও অর্থনীতির উন্নয়নেও উজ্জ্বল সাফল্য অর্জন করেছে । এখন জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা প্রতিষ্ঠিত  হওয়ার সময়ের ৫১টি থেকে বেড়ে ১৯১ টি হয়েছে । জাতিসংঘ সার্বভৌম দেশের সমন্বয়ে  গঠিত সর্বোচ্চ ক্ষমতাসীন সরকারী আন্তর্জাতিক সংস্থা হয়েছে । জাতিসংঘ প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে , ১৯৪৮ সাল থেকে জাতিসংঘ ৬০টিরও বেশী শান্তি রক্ষা তত্পরতা চালিয়েছে । তা ছাড়া , জাতিসংঘ পরমাণু অস্ত্রের বিস্তার রোধ সহ কয়েক শো আন্তর্জাতিক চুক্তি প্রণয়ন করেছে ।