ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দাউলপুরের রতন কুমার পাল জানতে চেয়েছেন, চীনে মোট কয়টি বিশ্ববিদ্যালয় আছে? সেখানে দূর শিক্ষার কোন ব্যবস্থা আছে কি?
উঃ চীনে উচ্চ শিক্ষার বিশেষ গুরুত্বপূর্ণ মর্যাদা আছে, এবং সর্বদাই চীনের শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে দ্রুত উন্নয়নের একটি অংশ। বর্তমানে চীনে প্রায় ৩০০০টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় আছে। ২০০০ সালে চীনের সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা ২২ লাখ। উচ্চ শিক্ষার ভর্তি হার ১১ শতাংশে পৌঁছেছে।
চীনে তিন পর্যায়ের দূর শিক্ষার ব্যবস্থা রয়েছে। প্রথম প্রজন্মের দূর শিক্ষা ব্যবস্থা হচ্ছে চিঠিপত্রের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা। এই পদ্ধতিতে চীনের বহু ধীশক্তি তৈরি হয়েছে। দ্বিতীয় প্রজন্মের দূর শিক্ষা ব্যবস্থা হচ্ছে বিংশ শতাব্দীর আশির দশকে শুরু হওয়া বেতার ও টেলিভিশন শিক্ষাদান। চীনের এই দূর শিক্ষা ব্যবস্থা এবং কেন্দ্রীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বে সুনাম ছড়িয়ে পড়েছে। নব্বইয়ের দশকে তথ্য ও ইন্টারনেট প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনে তথ্য ও ইন্টারনেট প্রযুক্তির ভিত্তিতে আধুনিক দূর শিক্ষা ব্যবস্থাও শুরু হয়েছে।
বাংলাদেশের বগুড়া জেলার দুপচাঁচিয়ার জয়পুর পাড়ার ইমরুল হাসান জানতে চেয়েছেন, চীনের ছাত্ররা পড়াশুনার পাশাপাশি অতিরিক্ত কাজ করে অর্থ উপার্জন করে কি?
চীনে স্কুলের ছাত্রছাত্রীরা সাধারণতঃ অতিরিক্ত কাজ করে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কিছু ছাত্র পড়াশুনার পাশাপাশি গৃহ শিক্ষকতার কাজ করেন। তবে অধিকাংশ ছাত্রছাত্রী অতিরিক্ত কাজ করে না।
|