বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার ঘোষগাঁতী গ্রামের জাকারিয়া হোসেন শিক্ষা ক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়৫ম শ্রেণী ও ৮ম শ্রেণীতে দুটি বিশেষ পরীক্ষা নেয়া হয় , যাকে বলা হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও জুনিয়ার বৃত্তি পরীক্ষা । আমার প্রশ্ন হলো চীনে কি এ ধরনের কোন বিশেষ পরীক্ষা আছে?
চীনের স্কুল পর্যায়ে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুল এই তিন পর্যায় অন্তর্ভুক্ত আছে, মোট ১২ বছর। প্রাথমিক স্কুল ও মাধ্যমিক স্কুল এই নয় বছর হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা , ছয় বছর বয়স্ক সকল শিশুই প্রাথমিক স্কুলে ভর্তি হতে পারে। তারপর ষষ্ঠ শ্রেণী অর্থাত্ প্রাথমিক স্কুলের শেষ বছর এবং নবম শ্রেণী অর্থাত্ মাধ্যমিক স্কুলের শেষ বছরে বিশেষ পরীক্ষা হয়। এখানেও মেধাবী ও দরিদ্র ছাত্রদের বৃত্তি দেওয়া হয়। তবে বিশেষ পরীক্ষা নেই।
জাকারিয়া হোসেন আরো লিখেছেন, বাংলাদেশে স্কুল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস হয়, মাঝখানে মধ্যাহ্ন বিরতি থাকে। চীনেও কি একই রকম নিয়ম, নাকি ভিন্ন কোন নিয়ম আছে? বাংলাদেশের স্কুল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন মোট আটটি ক্লাস নেয়া হয় , প্রতিটি ক্লাস সাধারনত ৩০--৪০ মিনিটের হয়ে থাকে। আমার জানার বিষয় হলো চীনে স্কুল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন মোট কয়টি ক্লাস হয় এবং প্রতি ক্লাসের সময় কতটুকু?
চীনের স্কুলে সাধারণত সকাল ৮টা থেকে ক্লাস শুরু । সকালে চারটি ক্লাস আছে, বিকালে দুই বা তিনটি ক্লাস হয়। বিকালে চারটার পর স্কুল ছুটি হয়। প্রতিটি ক্লাস ৪৫ মিনিট হয়ে থাকে। একটি ক্লাসের পর ১০ মিনিট বিরতি আছে। ছাত্রছাত্রীরা এই দশ মিনিট কিছু বিশ্রাম নিতে পারে, পানি খেতে পারে, বাথরুমে যেতে পারে। সকালে দুটি ক্লাসের পর ২০ মিনিটের একবার বিরতি আছে, সেই সময় স্কুলের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মাঠে শরীর চর্চা করেন। অবশ্যই পৌনে দু'ঘন্টার মতো মধ্যাহ্ন বিরতি থাকে।
চতুর্থ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃহস্পতিবার অর্ধেক ক্লাস এবং শুক্রবার ছুটি থাকে? প্রশ্ন হলো চীনে মোট কয়দিন ছুটি থাকে প্রতি সপ্তাহে?
এখন চীনে দু'দিন সাপ্তাহিক ছুটি দেয়া হয়। তাই স্কুলেও একই নিয়ম। প্রতি শনিবার ও রবিবার চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে।
জাকারিয়া হোসেনের শেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের স্কুল পর্যায়ে সাধারণত প্রতি বছর তিনটি করে পরীক্ষা হয় এবং বছর শেষে যে পরীক্ষা অর্থাত্ তৃতীয় পরীক্ষাটিকে বলা হয় বার্ষিক পরীক্ষা। প্রশ্ন হল চীনে স্কুল পর্যায়ে প্রতি বছর মোট কয়টি পরীক্ষা হয় ?
চীনের শিক্ষা বর্ষ ১ সেপ্টেম্বর শুরু হয়, এবং পরের বছরের জুলাই মাসে শেষ হয়। চীনে স্কুল পর্যায়ে প্রতি শিক্ষা বর্ষে মোট দু'বার গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়। একটা হচ্ছে শিক্ষা বর্ষের মাঝামাঝি সময় , এই পরীক্ষা দেয়ার পর ছাত্রছাত্রীরা শীত্কালীন ছুটি পায়। আরেকটা হচ্ছে শিক্ষা বর্ষের শেষ দিকে বার্ষিক চূড়ান্ত পরীক্ষা দেয়া হয়, এরপর গ্রীষ্মকালীন ছুটি পায়।
|