চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার যৌথ উদ্যোগে চীনের দ্বিতীয় আন্তর্জাতিক অর্থায়ন ফোরাম আগামী ১৫ থেকে ১৬ ডিসেম্বর চীনের শাংহাই-এ আয়োজিত হবে । এবারকার ফোরামের আলোচ্যবিষয় হল : উন্মুক্ত সহযোগিতা, সৃজনশীল উন্নয়ন ও ঝুঁকি পরিচালনা -- চীনের অর্থ ব্যবস্থা ২০০৬ সালকে স্বাগত জানায় ।
জানা গেছে , এবারকার ফোরামে প্রধানত ২০০৬ সালে চীনের অর্থ ব্যবস্থার সার্বিক উন্নয়ন সংক্রান্ত ধারাবাহিক সমস্যা নিয়ে পরামর্শ করা হবে । সরকারী কর্মকর্তা এবং নোবেল পুরস্কার বিজয়ীরা সহ বিখ্যাত অর্থনৈতিক বিশেষজ্ঞ প্রমুখ ব্যক্তিরা ফোরামে অংশগ্রহণ করবেন ।
বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভূক্তির সময় চীনের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২০০৬ সালের ডিসেম্বর মাসের আগে চীনের ব্যাংকিং শিল্প সার্বিকভাবে উন্মুক্ত হবে ।
|