ইরানের ভাইস প্রেসিডেন্ট পারভিজ দাউদি ২৬ অক্টোবর মস্কোয় বলেছেন, ইরান স্বদেশের পারমাণবিক সমস্যা নিয়ে আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার যাবতীয় সদস্য দেশ এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে শর্তহীনভাবে আলোচনা আবার শুরু করতে ইচ্ছুক।
দাউদি পর্যবেক্ষক দেশগুলোর প্রতিনিধি হিসেবে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর চতুর্থ প্রধানমন্ত্রী সম্মেলনে ভাষণ দেয়ার সময় উপরোক্ত মত প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, ইরান শুধু আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থা ও তার সনদ স্বীকার করে। ইরান পুরোপুরি ও বৈষম্যমুক্তভাবে আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার সনদ কার্যকরীকরার অনুরোধ জানিয়েছে। তিনি আরো বলেছেন, ইরান মনে করে, কিছু কিছু দেশ অন্য দেশের শান্তিমূলক পারমাণবিক শক্তি উন্নয়নের অধিকারকে অন্য চোখে দেখছে, তা এক ধরণের গুরুতর হুমকি।
দাউদি আরো বলেছেন, ইরান শাংহাই সহযোগিতা সংস্থার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা চালাতে উচ্ছুক। তিনি আশা করেন, শাংহাই সহযোগিতা সংস্থা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে।
|