জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াংইয়া ২৬ অক্টোবর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমন সম্পর্কে ভাষণ দেয়ার সময়ে বিভিন্ন দেশের উদ্দেশ্যে কার্যকরভাবে গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ শীর্ষসম্মেলনে গৃহীত ১৬২৪ নম্বর প্রস্তাব বাস্তবায়ন এবং পদক্ষেপ নিয়ে পূর্ব তুর্কিস্তান সন্ত্রাসী সংস্থাকে দমন করার আহবান জানিয়েছেন।
ওয়াং কুয়াংইয়া বলেছেন, ১৬২৪ নম্বর প্রস্তাবেযে কোন ধরণের সন্ত্রাসকেআন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।পূর্ব তুর্কিস্তান সন্ত্রাসী শক্তি নিন্দিত হওয়া উচিত, কারণ তা চীনের সিনচিয়াং অঞ্চলে অপকর্ম চালাচ্ছে এবং আল কায়েদা সংস্থা, তালিবান ইত্যাদি আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থার সঙ্গে সহযোগিতা করছে। তা চীনের প্রতি হুমকি সৃষ্টি করা ছাড়াও, অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষতি করে। চীন বিভিন্ন দেশ, বিশেষ করে পূর্ব তুর্কিস্তান শক্তির অস্তিত্ব আছে এমন সবা দেশের উদ্দেশ্যে আরও সতর্ক এবং কঠোরভাবে সংশ্লিষ্ট প্রস্তাবে নির্ধারিত দায়িত্ব পালন করার তাগিদ দিয়েছে।
|