২৬ অক্টোবর চীনের কৃষিমন্ত্রণালয় সূত্রে জানা গেছে , মধ্য চীনের হুনান প্রদেশের সিয়াংথান জেলায় যে বার্ডফ্লু রোগ সনাক্তহয়েছে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে । বার্ডফ্লুর বিস্তার হয়নি ।
সিয়াংথান জেলার স্থানীয় সরকারের এক পরিসংখ্যা থেকে জানা গেছে , ২২ আক্টোবরের আগে বা পরে সিয়াংথান জেলার একটি গ্রামের ৫৪০টি হাঁস মুর্গী রোগে আক্রান্ত হয়ে মারা গেছে । ২৫ অক্টোবর চীনের জাতীয় বার্ডফ্লু রোগের পরীক্ষাগারস্বীকার করেছে যে , সিয়াংথান জেলায় যে বার্ডফ্লু দেখা দেয় তা এইচ-৫-এন-১ বার্ডফ্লু রোগ ।
জানা গেছে , বার্ডফ্লুরোগ সম্পর্কে রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষিমন্ত্রণালয় ঘটনাস্থলে কর্মগ্রুপ পাঠিয়েছে । হুনান প্রদেশের স্থানীয় সরকার এতে অত্যন্ত গুরুত্ব দেয় এবং রাষ্ট্রের নিয়ম অনুযায়ী ধারাবাহিক জরুরী ব্যবস্থা নিয়েছে ।
|