চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার হুয়া চিয়েনমিন ২৬ অক্টোবর বলেছেন , চীন বরাবরই লোকসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেয় । তিনি বিভিন্ন দেশের কাছে এ ক্ষেত্রে আরও ব্যাপকভাবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আদান প্রদান ও সংলাপ করার প্রস্তাব করেছেন এবং মিলিতভাবে সমৃদ্ধিশালী হওয়ার জন্যে আরও বেশী সম্পদকে উন্নয়নমুখী দেশগুলোতে স্থানান্তরিত করতে উত্সাহ দিয়েছেন ।
লোকসংখ্যা ও উন্নয়নের আন্তর্জাতিক সাহায্য সম্পর্কে একটি সেমিনার এই দিন পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে উদ্বোধন হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে হু চিয়েনমিন বলেছেন , লোকসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ হিসেবে চীন জাতিসংঘ তহবিল সংস্থা , বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রভৃতি বিশাধিক আন্তর্জাতিক সংস্থা এবং জাপান , কানাডা সহ ত্রিশাধিক দেশের সঙ্গে প্রজনন স্বাস্থ্য , পরিবার পরিকল্পনা জন্মনিরোধেরনতুন ওষুধ ও ব্যবস্থার বিস্তার ক্ষেত্রে সহযোগিতা চালাতে শুরু করেছে ।
তাছাড়া চীন সক্রিয়ভাবে আন্তর্জাতিক সমাজের সঙ্গে নিজের সংস্কার ও উন্নয়নের অভিজ্ঞতা উপভোগ করে এবং সর্বাধিক শক্তি দিয়ে অন্যান্য উন্নয়নমুখী দেশগুলোকে সমর্থন করার চেষ্টা করে ।
|