চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি ২৬ অক্টোবর চীনের কৃষি মন্ত্রণালয়ের প্রতি কৃষক ও শহরে কর্মরত কৃষকের বৈধ অধিকার রক্ষার আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবা জানিয়েছে ।
স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান উ ইয়ুন ছি মু কে স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে বলেছন, বিভিন্ন কাজে কৃষকদে জমি ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগকে আরো বেশী টাকা দিয়ে তাঁদের ক্ষতি পূরণ করতে হবে ।
তিনি আরো বলেছেন , শহরে কর্মরত কৃষকদের মজুরী যাতে দেরীতে না দেয়া হয় তার জন্য দীর্ঘকালীন সফল পদক্ষেপ নিতে হবে ।
স্ট্যান্ডিং কমিটি চীনের সংশ্লিষ্ট বিভাগের কাছে কৃষি গবেষনাখাতে অর্থবরাদ্দ বৃদ্ধির দাবীও জানিয়েছে ।
|