v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-26 18:51:19    
খেলার জগত

cri
    চার দেশীয় আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল ২৫শে অক্টোবর মায়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। স্থানীয় দৈনিক ইত্তেফাকপত্রিকার খবরে প্রকাশ, গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ ফুটবলে অন্য চারটে অংশগ্রহণকারী দেশ হচ্ছে চীন, ভারত ও স্বাগতিক মায়ানমার।

    চীনের দশম জাতীয় গেমস ২৩ অক্টোবর চীনের পূর্বাঞ্চলের চিয়াং সু প্রদেশের রাজধানী নানচিন শহরে সমাপ্ত হয়েছে। চাঁর বছরে এক বার করে আয়োজিত এই জাতীয় গেমস চীনের সর্বোচ্চ মানের বহুমুখী ক্রীড়া সমাবেশ। দশম জাতীয় গেমস গত ১২ অক্টোবর উদ্বোধন হয়েছে। প্রায় দশ হাজার ক্রীড়াবিদ এবারকার জাতীয় গেমসে যোগ দিয়েছেন। ১২ দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা ভারোত্তোলন , শুটিং প্রভৃতি ইভেন্টে ৬টি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন। তা ছাড়া এবারকার জাতীয় গেমসে ব্যাপক সম্ভাবনাময় নবীন ক্রীড়াবিদের আবির্ভাব হয়েছে। চীনের দশম জাতীয় গেমস হচ্ছে পেইচিং অলিম্পিক ২০০৮ -এর জন্যে একটি সম্পূর্ণ পূণার্ঙ্গ মহড়া।

    পেইচিং নগর সরকার ২১ অক্টোবর ঘোষণা করেছে, আগামী ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পযর্ন্ত চীনের ম্যাকাওয়ে চতুর্থ পূর্ব গেমস আয়োজনের সুযোগ বুঝে পেইচিং শহর ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের জন্যে প্রচার তত্পরতা চালাবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শিরোনাম হবে ' এক বিশ্ব এক সপ্ন'। এ সব অনুষ্ঠান চলাকালে ম্যাকাওয়ের মাধ্যমিক আর প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্যে পেইচিং অলিম্পিক গেমস -২০০৮ এর প্রস্তুতিমূলক কাজ সম্পর্কীত রির্পোট দেওয়া হবে।

    ২৬তম বিশ্ব কার্প টেবিল-টেনিস প্রতিযোগিতা ২৩ অক্টোবর বেলজিয়ামে সমাপ্ত হয়েছে। ফাইনাল খেলায় জার্মানীর খেলোয়াড় টিমো বোলচীনের খেলোয়াড় হুওয়াং হাওকে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়েছেন । হুওয়াং হাও আর আরেক জন চীনা খেলোয়াড় মা লিন যথাক্রমে রানাস-আপ আর তৃতীয় হয়েছেন।

    যুক্তরাষ্ট্রের আটলান্টিক শহরে সমাপ্ত ২০০৫-২০০৬ প্রতিযোগিতা মৌসুমের বিশ্ব ফিগার স্ট্যাটিং গ্রাঁপ্রীর প্রথম ধাপ প্রতিযোগিতায় চীনের জেন ডান আর জেন হাও শীরোপা অর্জন করেছেন।

    চীনের মুষ্টিযুদ্ধ সমিতি সম্প্রতি পেইচিংএ ঘোষণা করেছে, ত্রয়োদশ বিশ্ব মুষ্টিযুদ্ধ চ্যাম্পীয়নশীপ আগামী ১১ থেকে ২১ নভেম্বর চীনের সিছুয়েন প্রদেশের মিয়েইয়াং শহরে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কিউবার, ইতালি, ফ্রান্স, রাশিয়া, মেক্সিকো , থাইল্যান্ড প্রভৃতি দেশের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় যোগ দেবেন।

    মাদ্রিদ সেরা টেনিস প্রতিযোগিতা এক সপ্তাহ চলার পর ২৩ অক্টোবর শেষ হয়েছে। পুরুষ একক ফাইনাল খেলায় স্পেনের খেলোয়াড় নাডাল ক্রোয়েশিয়ার খেলোয়াড় ইভান লজুবিকিককে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়েছেন।