চীনের প্রেসিডেণ্ট হু চিনথাও ২৬ অক্টোবর পেইচিংয়ে সফররত সিংগাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লংয়ের সঙ্গে সাক্ষাত্কালে বলছেন, চীন-সিংগাপুর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী উপলক্ষে এই বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার জন্য চীন সিংগাপুরের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
পূর্ব এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার কথা উল্লেখ্য করে তিনি বলেছেন, চীন ও আসিয়ান সুপ্রতিবেশী, ভালো বন্ধু আর অংশীদার। আসিয়ানের দেশগুলোর সঙ্গে আদান-প্রদান জোরদার করা এবং ঘনিষ্ঠ সহযোগিতা করতে চীন ইচ্ছুক, যাতে চীন- আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের গঠন ও পূর্ব এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ত্বরান্বিত করা যায়। ডিসেম্বরে অনুষ্ঠেয় প্রথম পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের ওপর চীন খুব গুরুত্ব দেয় এবং এ সম্মেলনের সাফল্যের জন্য সক্রিয় ভূমিকা পালন করতে ইচ্ছুক।
লি সিয়েন লং বলেছেন, বর্তমানে চীনের অর্থনীতিতে অনেক প্রাণশক্তি আছে। আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে সিংগাপুর-চীন সম্পর্ক ও বহুপাক্ষিক সহযোগিতা দু'পক্ষের স্বার্থের অনুকূল, এ অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নতিরও অনুকূল। দু'দেশের সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিংগাপুর চীনের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
|