২৬ অক্টোবর চীনের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে চীনের গ্রামঞ্চলের দরিদ্রতম কৃষকদের সাহায্য দান এবং কৃষকের জীবনযাত্রার ন্যূনতম মান নিশ্চিত করার কাজে আশানুরূপ অগ্রগতি হয়েছে । বর্তমানে ১২টি প্রদেশ ও কেন্দ্র-শাসিত মহানগরে কৃষকের জীবনযাত্রার ন্যূনতম মানের নিশ্চয়তা বিধানের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে । অন্যান্য প্রদেশ ,স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্র-শাসিত মহানগরেও যার যার বাস্তব অবস্থা অনুযায়ী কৃষকের জীবনযাত্রার ন্যূনতম মান নিশ্চিত করার পরীক্ষা চালানো হচ্ছে ।
উল্লেখ করা যেতে পারে যে , যে সব প্রদেশ ,স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্র-শাসিত মহানগরে কৃষকের জীবনযাত্রার ন্যূনতম মানের নিশ্চয়তা বিধানের ব্যবস্থা প্রবর্তিত হয় নি সেখানকার দরিদ্রতম কৃষকদের মৌলিক চাহিদা মেটানোর জন্য তাঁদের নিয়মিত আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে ।
|