২৫ অক্টোবর ৭টি পার্টি নিয়ে গঠিত আইভরি কোস্টের বিরোধীদল লীগ জাতীয় ঐক্যের সরকার ত্যাগ করার কথা ঘোষণা করেছে এবং নতুন সরকারের প্রতিষ্ঠার অপেক্ষা করেছে ।
একইদিনে বিরোধীদল লীগের একজন মুখপাত্র রাজধানী আবিদজানে বলেছেন, জাতীয় ঐক্যের সরকারে তাঁদের প্রতিনিধিরা সবাই পদত্যাগ করবেন । তাছাড়া, এই মাসের শেষে প্রেসিডেন্ট লরা গবাগবো তাঁর ৫ বছর কার্যমেয়াদ শেষ হওয়ার পর পুনর্নির্বাচিত হলে , বিরোধী দল বিক্ষোভ প্রদর্শন করবে।
আইভরি কোস্ট এই মাসের শেষে সাধারণ নির্বাচন হবার কথা । কিন্তু বিভিন্নসশস্ত্র দল নিরস্ত্রীকরণের প্রক্রিয়ায় ঝামেলার সম্মুখীন হওয়ার জন্যে , সাধারণ নির্বাচনের সময়সূচি পিছিয়ে যাবে । ২১ অক্টোবর নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে আফ্রিকান লীগ উত্থাপিত আইভরি কোস্টের রাজনৈতিক সংঘত মোকাবেলার মতামত সমর্থন করা হয়েছে । এই মতামত হচ্ছে : প্রেসিডেন্ট গবাগবোর কার্যমেয়াদ এক বছর দীর্ঘায়িত হবে এবং একজন নিরপেক্ষ ব্যক্তিপ্রধামন্ত্রী নিযুক্ত হবেন ,কিন্তু তিনি আগামী পর্যায়ের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন না । যাতে তাঁর নেতৃত্বাধীন নতুন আন্তর্বর্তীকালীন সরকার স্বাক্ষরিত নানা শান্তি চুক্তি বাস্তবায়ন করতে পারে এবং আগামী পর্যায়ের প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে প্রস্তুতি নেয়া যায় । কিন্তু এই প্রস্তাবআইভরি কোস্টের বিরোধী দল প্রত্যাখ্যান করেছে ।
|