 সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন শুনছেন আজকের সুরের ভুবন অনুষ্ঠান। পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি তাই ইয়ুছিয়াং নামক চীনের বিখ্যাত উচ্চকন্ঠের গায়ককে আপনাদের সঙ্গে পরিচিত করতে চাই। দয়া করে আমার সঙ্গে তাঁর গাওয়া দেশী-বিদেশী গানগুলো মন দিয়ে শুনবেন আশা করি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে আমার সূর্য নামে ইতালির একটি লোক সঙ্গীত।
তাই ইয়ুছিয়াং চীনের কেন্দ্রীয় অপেরা ইন্সটিটিউটের গীতিনাট্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পান। বর্তমানে তিনি চীনের গণ মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের নৃত্য ও সঙ্গীত দলের একজন শিল্পী। তাঁর কন্ঠ খুব নির্মল ও শ্রুতিমধুর। এখন আমার সঙ্গে "আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি" নামে একটি গান শুনবেন। এই গানে শ্রুতিমধুর ও সুরেলা সুরে মাতৃভূমির প্রতি চীনা জনগণের ভালোবাসা প্রকাশ পেয়েছে। গানে বলা হয়েছে:
সেই সুদূর প্রাচ্যে একটি সভ্য ও ভদ্র দেশ আছে,
তার বিশ্বের সর্বোচ্চ পাহাড় আছে, তার আছে সোনার মতো মাতৃ নদী।
সুন্দর ও সমৃদ্ধ চীনে আমার জন্ম, এখানে ও বড় হয়েছি, আমি আমার জন্মভূমিকে ভালোবাসি, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি।
আচ্ছা, এখন গানটি শোনা যাক।
তাই ইয়ুছিয়াং তাঁর শৈল্পিক পথে অনেক কঠিন অভিজ্ঞতারসম্মুখীন হয়েছে। তিনি চীনের শানসি প্রদেশের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি সঙ্গীত সম্বন্ধে কোনো প্রশিক্ষণ পান নি। বিশ্ববিদ্যালয় তিনি সিভিল ইঞ্জিনিয়ারীং বিষয়ে পড়ালেখা করেন। কিন্তু তিনি গান গাইতে খুব পছন্দ করেন। যে গানগুলো রেডিওতে প্রচার হয়, তিনি কয়েকবার শুনলে সেগুলো খুব ভালোভাবে গাইতে পারেন। চাকরি করার পর একটি কাকতালীয় সুযোগে তাই ইয়ুছিয়াং চীনের কেন্দ্রীয় অপেরা ইন্সটিটিউটের গীতিনাট্য বিভাগে লেখাপড়া করেন। তখন থেকেই ২২ বছর বয়সী তাই ইয়ুছিয়াং নিয়মিত সঙ্গীত প্রশিক্ষণ পেতে শুরু করেন এবং সর্বোতভাবে গান গাওয়ার মৌলিক উপায় ও কৌশল শেখেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে তাই ইয়ুছিয়াংয়ের গাওয়া " সেই আমি" নামে একটি গান শুনবো। তা হচ্ছে একটি আবেগপূর্ণ গান। গানের কথাও খুব সুন্দর। এই গানে জন্মভূমির ছোট নদী, চাঁদ ইত্যাদির বর্ণনার মাধ্যমে জন্মভূমির প্রতি দূরের মানুষের ভালোবাসা প্রকাশ পেয়েছে। আচ্ছা, প্রিয় বন্ধুরা, এখন " সেই আমি" নামের গানটি শোনা যাক।
যদিও তাই ইয়ুছিয়াং খুব দেরিতে সঙ্গীত শেখেন, তবুও তিনি খুব মনোযোগ দিয়ে অনুশীলন করেন। মাঝেমাঝে গানের একটি কথা ভালোভাবে গাওয়ার জন্যে তিনি কয়েক শ'রও বেশি বার গেয়েছেন। এইভাবে তাঁর গান গাওয়ার মান দিনের পর দিন উন্নত হচ্ছে। ১৯৯০ সালে তাই ইয়ুছিয়াং চীনের বিখ্যাত গণ মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের নৃত্য ও সঙ্গীত দলে ভর্তি হন। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে "চৌ এনলাই" নামে বিরাটাকারের প্রামাণ্য টিভি চলচিত্রের প্রধান গান। তাই ইয়ুছিয়াং গভীর আবেগের সঙ্গে চীনের প্রয়াতপ্রধানমন্ত্রী চৌ এনলাইয়ের প্রতি জনগণের ভালোবাসা প্রকাশ করেছেন। আচ্ছা, এখন আমরা একসাথে এই গানটি উপভোগ করবো।
তাই ইয়ুছিয়াং কড়াকড়ি সঙ্গীত প্রশিক্ষণ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে চীনের গীতিনাট্য মহলে একাধারে চীনের জাতীয় অপেরা আর পশ্চিমা অপেরা আয়ত্ত করার ক্ষেত্রে সুযোগ্য ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন।আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসাথে তাই ইয়ুছিয়াংয়ের গাওয়া ইতালির একটি অপেরা শুনবো।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানে শেষ হলো। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ।
|