চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খুং ছুয়েন ২৫ অক্টোবর পেইচিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন , পারমাণবিক অস্ত্রের বিস্তার প্রতিরোধে চীন-যুক্তরাষ্ট্রের সহযোগিতা ফলপ্রসু হয়েছে । চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে বিশ্বের পারমাণবিক অস্ত্রের বিস্তার প্রতিরোধ প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যাপারে নিজের অবদান রাখতে ইচ্ছুক ।
খুং ছুয়েন বলেছেন , পারমাণবিক অস্ত্রের বিস্তার প্রতিরোধ সমস্যার ব্যাপারে চীন আইন কার্যকরী করতে সক্ষম নয় বলে কিছু কিছু দেশ যে নিন্দা করেছে তা একেবারে যুক্তিবিহীন । সাম্প্রতিক বছরগুলোতে চীন পারমাণবিক অস্ত্র , জীবানু রসায়ন , ক্ষেপনাস্ত্রবাহী যন্ত্রপাতি সহ পারমাণবিক অস্ত্রের বিস্তার প্রতিরোধে ধারাবাহিক কড়াকড়ি আইনবিধি প্রণয়ন করেছে । চীনের আইনবিধি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ।
তিনি বলেছেন ,চীন পারমাণবিক অস্ত্রের বিস্তার প্রতিরোধ কাজ জোরদার করবে । সমান ভিত্তিতে আন্তর্জাতিক সমাজ সংলাপ ও সহযোগিতা জোরদার করবে বলে চীন আশা করে ।
|