উত্তর কোরিয়ার পার্টি , সরকার ও সৈন্যবাহিনী , সরকারের বিভাগগুলো , কোরিয়াস্থ চীনা দূতাবাস ২৫ অক্টোবর পিংইয়ং শহরের মোলাবোংয়ে অবস্থিত চীন-কোরিয়া মৈত্রী টাওয়ারে চীনা গণ স্বেচ্ছাসেবকবাহিনীর কোরিয়ায় মার্কিন আগ্রাসন বিরোধী যুদ্ধে অংশ নেওয়ার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে ।
কোরিয়র সর্বোচ্চ গণ সভার স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ইয়াং হুংসুব , কোরিয়া-চীন মৈত্রী সমিতির কেন্দ্রীয়কমিটির চেয়ারম্যান কিম সু হাক এবং কোরিয়ার গণ সশস্ত্রদপ্তর , পররাষ্ট্রমন্ত্রনালয় প্রভৃতি বিভাগের কর্মকর্তারা উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । কোরিয়াস্থ চীনা রাষ্ট্রদূত উ তুংহো দূতাবাসের কর্মীদের নিয়ে মৈত্রী টাওয়ারে পুষ্পমালা অর্পণ করেছেন । সফররত চীনা গণ মুক্তি ফৌজের বৈদেশিক প্রতিনিধি দলও উদযাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছে এবং পুষ্পমালা অর্পন করেছে ।
ইয়াং হুংসুব রাষ্ট্রদূত উতুংহোকে বলেছেন , ৫৫ বছর আগে কোরীয়জনগণ যখন কষ্ট ও অসুবিধার সম্মুখীন হন তখন কোরিয়ার বাহিনী ও জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ চালাবার জন্যে চীনের পার্টি ও সরকার নিজের শ্রেষ্ঠসন্তানদের কোরিয়া রণক্ষেত্রেপাঠায় । চীনা জনগণের মৈত্রী ও চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর কৃতিত্বকে কোরীয় পার্টি, সরকার ও জনগণ কখনো ভুলবেন না ।
|