ছিনমিন তাং পার্টির চেযারম্যান সুং ছুইয়ু ২৫ অক্টোবর বলেছেন , সুপ্রাচীনকাল থেকেই তাইওয়ান চীনের মূলভূভাগের সঙ্গে সংলগ্ন। ইতিহাসের সত্যতাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিকৃত করতে দেয়া যাবে না ।
জাপানের আগ্রাসনের কবল থেকে তাইওয়ান মুক্তি পাওয়ার ৬০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সুং ছুইয়ু ২৫ অক্টোবর তার দলের সদস্যদের সঙ্গে ঐতিহাসিকদের রিপোর্ট শ্রবণ করেছেন ।
তিনি বলেছেন , সুপ্রাচীনকাল থেকেই তাইওয়ান চীনের মূলভূভাগের সঙ্গে সংলগ্ন । রক্ত , ভূগোল , ভাষা , সংস্কৃতি , ধর্ম রীতিনীতি , বানিজ্য সহ কোনদিক থেকেই চীনের মূলভূভাগ থেকে তাইওয়ানকে বিচ্ছিন্নকরা যায় না । একই সময় ইতিহাসের সত্যতাকে রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে বিকৃত করতে দেয়া যাবে না । "পোস্টডাম ইস্তাহার" সহ ঐতিহাসিক দলিল বিকৃত করে তথাকথিত তাইওয়ানের অবস্থান অনিশ্চিত এমন আইনগত যুক্তি বানাতে অনুমোতি দেয়া যাবে না ।
|