v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-25 19:12:53    
২৫ অক্টোবর

cri
১৮৮১ সালের ২৫ অক্টোবর স্পেনের চিত্রকর পিকাসোর জন্ম ১৮৮১ সালের ২৫ অক্টোবর স্পেনের একটি ছোট শহরে বিশ্ববিখ্যাত চিত্রকর পিকাসোর জন্ম হন। তাঁর বাবা-মার প্রভাবে ছোটবেলা থেকে পিকাসোচিত্র আঁকতে পছন্দ করেন। তিনি পর পর বাসেলোনা আর মাদ্রিদে শিল্পকলা ইনস্টিউটে প্রশিক্ষণনেন। ১৯০৪ সালে তিনি প্যারিসে বসবাস করতে শুরু করেন। তখন থেকে তিনি সত্তর বছর ধরে ফ্রান্সে জীবন কাটান।১৯৪৪ সালে তিনি ফ্রান্সের কমিউনিনস্ট পাটির সদস্য হন।সারা জীবনে তিনি অনেক বিখ্যাত চিত্র আঁকেন। ১৯৪৯ সালে বিশ্ব শান্তি সম্মেলন প্রচারের জন্যে তিনি ‘শান্তি কপোত’ চিত্র আঁকেন। এই চিত্র বিশ্ববিখ্যাত। ১৯২৩ সালের ২৫ অক্টোবর চীনের কুওমিনডং পাটির রদবদলের প্রস্তুতিমূলক অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯২৩ সালের ২৫ অক্টোবর চীনের কুওমিনডাং পাটির রদবদলের প্রস্তুতিমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে রদবদলের ব্যাপার নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়। বিভিন্ন পযার্য়ের শতাধিক কমর্কর্তা এই অধিবেশনে যোগ দেন। ১৯৪৫ সালের ২৫ অক্টোবর মাতৃভূমির কোলে তাইওয়ানের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ১৯৪৫ সালের ২৫ অক্টোবর তাইওয়ান অঞ্চলে জাপানী সৈন্যবাহিনীর আত্মসমর্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল ১০টায় চীন পক্ষের প্রতিনিধি বেতারের মাধ্যমে চীন সরকারের পক্ষ থেকে সারা বিশ্বের কাছে ঘোষণা করেন, সে দিন থেকে তাইওয়ান আনুষ্ঠানিকভাবে চীনের মানচিত্রে অন্তভুর্ক্তহয়। যার ফলে তাইওয়ানে জাপানের ৫০ বছর স্থায়ী শাসনের অবসান ঘটে। ১৯৫৩ সালের ২৫ অক্টোবর যুগোস্লাভিয়া আর ইতালি সীমান্তে উত্তেজনাসংকুল পরিস্থিতি দেখা যায় ১৯৫৩ সালের ২৫ অক্টোবর যুগোস্লাভিয়া আর ইতালি সীমান্তে উত্তেজনাসংকুল পরিস্থিতি দেখা যায়। ১৯৪৫ সাল থেকে দু’পক্ষের মধ্যে নিয়মিত সংঘর্ষ ঘটে। ১৯৭১ সালের ২৫ অক্টোবর চীন আবার জাতি সংঘে ফিরে যায় ১৯৭১ সালের ২৫ অক্টোবর জাতি সংঘ সাধারণ পরিষদের ২৬তম অধিবেশনে সংখ্যাগলিষ্ঠ ভোটে আলবেনিয়া প্রভৃতি ২৩টি দেশের উত্থাপিত জাতি সংঘে চীন গণ প্রজাতন্ত্রের যুক্তিযুক্ত অধিকার পুনপ্রতিষ্ঠার অনুমোদিত হয়। সে বছরের ৫ নভেম্বর চীনের তত্কালীন পররাষ্ট্র মন্ত্রী চাও গুয়েন হুওয়ার নেতৃত্বাধীনচীনের প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে জাতি সংঘ সাধারণ পরিষদের ২৬তম অধিবেশনে অংশ নেয়।অধিবেশনে ৫৭টি দেশ পর পর অভিনন্দন জানিয়ে ভাষণ দেয়। ১৯৮৩ সালের ২৫ অক্টোবর ২১৬জন মার্কিন সৈন্য বৈরুত বিস্ফোরণে মারা যায় ১৯৮৩ সালের ২৫ অক্টোবর বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়। ১৯৮৭ সালের ২৫ অক্টোবর চীনের কমিউনিস্ট পাটির এয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত হয় ১৯৮৭ সালের ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর পযর্ন্ত চীনের কমিউনিস্ট পাটির ত্রয়োদশ কংগ্রেস পেইচিংএ অনুষ্ঠিত হয়। চীনের তত্কালীণ নেতা তেং শিও পিন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ১৯৯৫ সালের ২৫ অক্টোবর জদার্ন নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের সাবির্ক স্বশাসন চালু হয় ১৯৯৫ সালের ২৫ অক্টোবর বিকালে এক দল ফিলিস্তিনীপুলিশ জদার্ন নদীর পশ্চিম তীরের ছিনিন শহরে প্রবেশ করেন। এটা থেকে প্রতিপন্ন হয়েছে যে, জদার্ন নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনীদের স্বশাসন সাবির্কভাবে শুরু হয়।সে বছরের ২৮ সেপ্টেম্বর ওয়াশিংটনে ফিলিস্তিন আর ইজরাইলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ১৯৯৩ সালের মার্চ মাসের শেষ দিকে ইজরাইল জদার্ন নদীর পশ্চিম তীরের ৭টি শহর থেকে প্রত্যাহার করে। ১৯৮৩ সালের ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্র গ্রানাডা আক্রমন করে ১৯৮৩ সালের ২৫ অক্টোবর মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী গ্রানাডা দখল করে।