চীনের সর্বোচ্চ আদালতের মহাপরিচালক শিয়াও ইয়াং ২৫ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, বিচারের তত্ত্বাবধান জোরদারের জন্য সর্বোচ্চ আদালত ধারাবাহিক ব্যবস্থা নেবে, যাতে আইন-বিধির ন্যায্যতা রক্ষা এবং সামজিক সমতা ও ন্যায্যতাও সুরক্ষা করা যায়।
চীনের জাতীয় ক্ষমতা সংস্থা- চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কাছে সংশ্লিষ্ট অবস্থা অবহিত করার সময় তিনি এই কথা বলেছেন। তিনি বলেন, স্থানীয় আদালতের সুবিচার রক্ষা করার জন্য সর্বোচ্চ আদালত তাদের তত্ত্বাবধান জোরদার করবে। সঙ্গে সঙ্গে স্থিতিশীলভাবে আদালতের পদ্ধতির সংস্কার করা হবে, খোলাখুলিভাবে বিচার করার ব্যবস্থা বাস্তবায়িত হবে এবং ক্ষমতা সংস্থা ও জনগণের তত্ত্বাবধান গ্রহণের সামর্থ্য সুসংবদ্ধ হবে।
|