২৫ অক্টোবর জাপানের উপনিবেশবাদী শাসনের কবল থেকে তাইওয়ানের মুক্তির ৬০ তম বার্ষিকী । এই উপলক্ষ্যে তাইওয়ানের বিভিন্ন মহল নানা কর্মসূচি গ্রহণ করে চীনাজাতির ইতাহাসে এই গুরুত্বপূর্ণ তাত্পর্য সম্পন্ন দিবস পালন করেছে ।
তাইওয়ানের সংবাদ-মাধ্যমের খবরে, চীনের কুও মিন তাং পার্টির অফিসভবনের দেওয়ালে টাঙানো হয়েছে জাপানের হামলা বিরোধী যুদ্ধে তাইওয়ানের শহীদদের বৃহত্ প্রতিকৃতি ।
চেয়ারম্যান সং ছু ইয়ু সহ চিন মিন তাং পার্টির বহু সদস্য তাই পেই শহরের শিল্পকলা-কেন্দ্রে তাইওয়ানের মুক্তি সম্পর্কে ইতিহাসবিদদের বিশেষ বক্তৃতা শুনেছেন ।
একটি সেমিনারে অংশগ্রহণকারী পণ্ডিতরা বিস্তারিতভাবে ১৯৪৫ সালের ২৫ অক্টোবর তাইপে শহরে জাপানী বাহিনীর আত্মসমর্পনের দৃশ্য বর্ণনা করেছেন ।
তাইওয়ানের একাধিক গণ সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করেছে।
|