২৪ অক্টোবর চীনের সাংহাইয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শরণার্থী , গৃহহারা ও অভিবাসী সমস্যা সংক্রান্ত সরকারী ফোরাম শুরু হয়েছে ।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশ ও অঞ্চল এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই ফোরামে অংশ নিচ্ছেন ।
চীনের পররাষ্ট্র মন্ত্রীর সহকারী সেং কুও ফাং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণদানের সময় বলেছেন , চীন সরকার সবসময় শরণার্থী সংরক্ষণকে গুরুত্ব দেয় , অবৈধ অভিবাসনের বিরোধিতা করে এবং এই ব্যাপারে সক্রিয়ভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেয় ।
তিনি আরো বলেছেন , চীন সরকার দীর্ঘকাল ধরে ইন্দোচীনের শরণার্থী সংরক্ষণের অনেক যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে । এর সঙ্গেসঙ্গে চীন সরকার চোরাপথে মানুষ পাচারের মত আন্ত:দেশীয় সংগঠনের অপরাধমূলক তত্পরতার উপর মোক্ষম আঘাত হেনেছে ।
|