২৫ অক্টোবর চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং পেইচিংয়ে সফররত সার্বিয়া আর মনটেনেগ্রোর পররাষ্ট্রমন্ত্রী ভুক ড্রাস্কোভিচের সঙ্গে বৈঠক করার সময়ে বলেছেন, চীন সার্বিয়া আর মনটেনেগ্রোর সঙ্গে প্রচেষ্ট চালিয়ে দু'দেশের সম্পর্ককে অব্যাহতভাবে উন্নত করতে ইচ্ছুক ।
তিনি বলেছেন, সাম্প্রতিক বছরে দু'দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা অব্যাহতভাবে জোরদার করা হয়েছে , বিভিন্ন ক্ষেত্রের বাস্তবায়িত সহযোগিতা ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে । চীন দু'দেশের সম্পর্কের ইতিবাচক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে । সার্বিয়া আর মনটেনেগ্রো অব্যাহতভাবে একচীন নীতি অনুসরণ করার জন্যে চীন তার উচ্চ প্রশংসা করেছে এবং সার্বিয়া আর মনটেনেগ্রো ইউরোপের একীকরণ প্রক্রিয়ায় প্রবেশ করার তত্পরতারে বোঝে এবং সম্মান করে । ড্রাস্কোভিক বলেছেন, সার্বিয়া আর মনটেনেগ্রো দু'দেশের সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয়, কসোভো প্রশ্নে চীনের মতাধিষ্ঠানে ধন্যাবাদ জানায় এবং চীনের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে দু'পক্ষের নানা ক্ষেত্রের পারস্পরিক কল্যাণ ও লাভালাভের সহযোগিতা ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
|