v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-26 08:35:45    
বানর রাজা সুন উখোং (১৩)

cri
    নয়কাটার নিড়ানি দিয়ে দানব উখোং-এর গায়ে আঁচড়ও কাটতে পারছে না দেখে ভয়ে সে কাতর হলো । উখোং-কে সে বললো , দয়া করে আমাকে ছেড়ে দাও । আর এবার তুমি গিয়ে পাহাড়ের রাজা হও ।

    উখোং বললো যে সে থাং সন্যাসি সুয়ান চুয়াংকে পাহারা দিয়ে পশ্চিম দেশে নিয়ে যাচ্ছে । কাও তার কন্যাকে উদ্ধারের আবেদন জানালো বলেই তোমাকে শায়েস্তা করা । পাহাড়ের রাজা হতে চাই না আমি ।

    দানব চু সুয়ান চুয়ানের নাম শুনে তাঁকে দেখতে চাইলো । সে বললো , আমি স্বর্গের নৌবাহিনির নেতা ছিলাম । আনিমাতার ভোজসভায় মাতাল হয়ে গন্ডগোল পাকিয়েছিলাম । তাই স্বর্গ থেকে বিতাড়িত হয়েছি । সেই থেকে আমার চেহারা শুকরের মতো । পরে বোধিসত্ব কুয়ানইন আমাকে রক্ষা করেন । আমাকে বৌদ্ধ ধর্মে দিক্ষা দেন । তিনি সুয়ান চুয়ানের সঙ্গে বৌদ্ধশাস্ত্র গ্রন্থ সংগ্রহনের সহযাত্রি হতে বলেছেন । সেই থেকে আমি তাঁর আশায় দিন গুনছি । তাঁর শিষ্য হতে পারলে আমরার পাপ মোচন হবে । দয়া করে তাঁর কাছে আমাকে নিয়ে চলো ।

    উখোং প্রথমে দানবের কথা বিশ্বাস করেনি । দানব বললো , মিথ্যে বললে তুমি আমাকে হত্যা করতে পারো । অতএপ , গুহা পুড়িয়ে দিয়ে উখোং দানবকে বেঁধে স্কোয়ার কাও-এর বাড়িতে আনলো ।

    দানব মাটিতে উপুড় হয়ে সুয়ান চুয়াংকে খুলে বললো সব কথা । বোধি সত্বের কথা শুনে সঙ্গে সঙ্গে সুয়ান চুয়াং দানবের বন্ধন খুলে দিলেন । কাও খুশি হলেন তার মেয়ে ফেরত পেয়ে । আচার্য খুশি হলেন নতুন শিষ্য পেয়ে । তিনি নতুন শিষ্যের নাম দিলেন পাচিয়ে । সে হলো চু পাচিয়ে । দানব হয়ে গেলো ভালো মানুষ । পাপ মোচন হলো তার ।

    আচার্য সুয়ান চুয়ান , উখোং এবং চু পাচিয়েকে সঙ্গে নিয়ে আবার রওনা দিলেন পশ্চিম দেশের দিকে । পেছনে রইলো কাও পরিবার এবং কাও গ্রাম ।

    কাওলাও চুয়াং গ্রামে আচার্য সুয়ান চুয়াং শুকর চু পাচিয়েকে দ্বিতিয় শিষ্য করলেন । তারপর দুই শিষ্য নিয়ে আবার শুরু করলেন যাত্রা । এবার সামনে পড়লো বিরাট এক নদি । যেমন তার ঢেউ তেমন তার স্রোত । নদির ধারে এক স্তম্ভে লেখা : বালিস্রোত নদি ।

    উখোং আকাশে উঠে চারদিকে দেখলো । বিপদের আঁচ পেয়ে মন খারাপ হলো তার । নেমে এসে সে আচার্যকে জানালো যে নদি তিনশো মাইল চওড়া এবং কোনো নৌকা দেখা যাচ্ছে না ।

    কিন্তু কিছু তো খেতে নয় । সবারই খিদে পেয়েছে । তিনজনের জন্য খাবার জোগাড় করে আনলো উখোং ।

    নদির পাড়ে বসে তারা খাচ্ছিলো এমন সময় নদি থেকে উঠে এলো এক দানব । লম্বা তার চুল । বড় গোল গোল চোখ । গলায় কঙ্কালের মালা আর এক হাতে বর্শা । ছুটে এসে সে প্রথমেই আচার্যকে ধরতে চাইলো । গুরুকে মুহুর্তে সরিয়ে নিলো উখোং । চু তার নিড়ানি নিয়ে তেড়ে মারতে গেলো দানবকে । উখোং ফিরে এসে দানবকে লাগালো এক ঘা । দানব ছুটে পালিয়ে গেলো বালিস্রোত নদির ভেতর ।

    চু নদির ভেতর নেমে কোথাও দানবকে খুঁজে পেলো না । পারে উঠে তাকে গালি দিয়ে ডাকতে লাগলো সে । কিন্তু তার পাত্তা পাওয়া গেলো না । আচার্য মন মরা হয়ে বসে রইলেন আচমকা বিপদ দেখে ।