সর্বশেষ জরীপ থেকে জানা গেছে , হংকংয়ের বাণিজ্য মহল হংকং-এর অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী । বর্তমানে ভোক্তাদের আস্থার সূচক ৬ বছরের মধ্যে সবচেয়ে উঁচু ।
অস্ত্রেলিয়ার চার্টার্ড একাউন্ট্যান্টস সোসাইটির হংকং শাখা ২৪ অক্টোবর হংকং-এর অর্থনৈতিক উন্নয়নের ওপর একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে । পরিসংখ্যান থেকে জানা গেছে , হংকংয়ের বণিক মহল মনে করে আগামী বছরে হংকং-এর অর্থনৈতিক উন্নয়ন খুব আস্থাব্যন্ঞ্জক । তারা মনে করে আগামী এক বছরে হংকং-এর জি ডি পি ৪ শতাংশ বাড়বে , দ্রব্যমূল্য ও ভোগের সূচকও ২ থেকে ৪ শতাংশ বাড়বে ।
এই জরীপে অংশগ্রহণকারীদের অধিকাংশই মনে করে হংকং-এর অর্থনৈতিক উন্নয়ন মূল ভূভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ।
|