"ডেইটিং" নামক ধারাবাহিক টেলিফিল্মটি মোবাইলে প্রচারের জন্য তৈরী করা হয়েছে। এই টেলিফিল্মে একজন মোটর সাইকেল প্রতিযোগীর জটিল প্রেমের গল্প বর্ণনা করা হয়েছে। ফিল্মটি ২৫ মিনিট দীর্ঘ, ৫টি ভাগে বিভক্ত, প্রতিটি অংশ প্রায় ৫ মিনিট দীর্ঘ।
"ডেইটিং"-এর পুঁজি বিনিয়োজক হলো মোবাইল ভিডিও উন্নয়ন কম্পানি - পেইচিং লোশি মিডিয়া কম্পানি। এই কম্পানির জেনারেল ম্যানেজার লিউ হুং বলেছেন: "মোবাইলের মাধ্যমে ভিডিও দেখার বাস্তব অবস্থা অনুসারে ফিল্মটির দৈর্ঘ্য মাত্র ৫ মিনিট । পর পর পাঁচটি ভাগে বিভক্ত করা হয়। মোবাইলের স্ক্রীণ ছোট বলে দেখার সময় লম্বা হলে চোখ ক্লান্ত লাগবে। তাই প্রতি অংশের জন্যে পাঁচ মিনিট সময় রাখা মোবাইল ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক"
পেইচিংয়ে একটি বৈদেশিক-পুঁজি কম্পানির কর্মকর্তা মিস ইয়াং শান আমাদের সংবাদদাতাকে বলেন, তিনি নিজের মোবাইলে "ডেইটিং" টেলিফিল্মটি দেখেছেন। তিনি বলেন, সাধারণ টেলিফিল্মের তুলনায় "ডেইটিং" খুব স্বল্পদৈর্ঘ্য এবং গল্পও সহজ। কিন্তু ছবি দেখতে খুব সুন্দর এবং অভিনেতা ও অভিনেত্রীও খুব ফ্যাশনারল। তাই ভাল লেগেছে।তিনি আরো বলেন: "আমার ধারণায়, যা গুরুত্বপূর্ণ , তা হচ্ছে এই যে, মোবাইল টেলিফিল্ম গাড়ী ও বিমানের জন্য অপেক্ষা করার সময়ে দেখা যেতে পারে। কারণ এভাবে অপেক্ষা করার সময় আর বিরক্ত লাগবে না, বরং অনেক অনন্দ পাওয়া যাবে।"
আসলে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের কিছু কিছু দেশে মোবাইল ভিডিও বহু আগে থেকেই অপেক্ষাকৃতভাবে পরিণত হয়েছে। তা সাধারণ মানুষের জীবনে এক বিশেষ স্থান অধিকার করেছে। যেমন বিমান লাউঞ্জে ও রেস্টরেন্টে অপেক্ষাকালে লোকদের মোবাইল ভিডিও দেখার দৃশ্য প্রায় দেখা যায়। এর মাধ্যমে যেমন অবসর সময়ের সদব্যবহার করা যায়, তেমনি দেহমন শিথিল করা যায়। তাই মোবাইল ভিডিও অধিকতর জনপ্রিয় হয়ে উঠছে।
২০০৪ সালের শেষ দিকে চীনে মোবাইল ভিডিও প্রচলন শুরু হয়। এর প্রধান কারন হলো এই যে, চীনের টেলি-নেটওয়ার্কের বহনের গতি অপেক্ষাকৃত মন্থর, তাই গত বছরের শেষ দিক পর্যন্ত ভিডিও দেখার চাহিদা মেটানো সম্ভব হয়েছে। আরেকটি কারণ হলো এই যে, ভিডিও দেখা যায়, এমন মোবাইলের দাম বেশী, প্রায় ৫০০০ ইউয়ান অর্থাত প্রায় ৬২৫ মার্কিন ডলারেরও বেশী। তা সাধারণ মানুষের জন্য একটি বিলাসপূর্ণ পণ্য।
বর্তমানে চীনে মোবাইলের মাধ্যমে ভিডিও দেখা একটি নতুন জিসিষ। এর প্রধান ব্যবহারকরী হচ্ছে চীনের পেইচিং, শাংহাই ও কুয়াংচৌ ইত্যাদি বড় বড় শহরের ফ্যাশন-প্রিয় যুবকযুবতী। ধারাবাহিক টেলিফিল্ম ছাড়া তারা সংবাদ, আবহাওয়ার পূর্বাভাষ ও এম.টি.ভি ইত্যাদিও মোবাইলের মাধ্যমে দেখতে পারে। মিস শিয়াও লি মোবাইলের মাধ্যমে এম.টি.ভি দেখতে খুব পছন্দ করেন। তিনি বলেন: "মোবাইলের মাধ্যমে এম.টি.ভি. দেখতে চাইলে, প্রথমে ইন্টার্নেটের বিশেষ এম.টি.ভি.'র ওয়াইবসাইটে দেখবো। তারপর নিজের পছন্দ গান বেছে নিয়ে আর ডাউনলোড করে উপভোগ করতে পারবো।"
মিস শিয়াও আরো বলেন, যদিও ছবি আর আওয়াজের দিক থেকে কম্পিউটার ও টেলিভিশন মোবাইলের চেয়ে অনেক ভাল হলেও মোবাইল ভিডিওর বিশেষ গুণ আছে। তা হলো এই যে, যে কোনো জাগায় ও যে কোনো সময়ে মোবাইলে এম.টি.ভি. দেখা যায়। তা তার কাছে খুব গুরুত্বপূর্ণ।
জানা গেছে, চীনে যুগের মোবাইল টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সঙ্গে টেলিযোগাযোগের নেটওয়ার্কের বহনের গতি বিরাট মাত্রায় দ্রুত হবে। তাতে মোবাইল ভিডিও'র গুণগতমান লক্ষণীয়ভাবে উন্নত হবে এবং মোবাইল, ভিডিও'র উন্নয়ন ত্বরানিত হবে। তাছাড়া, ভবিষ্যতে মোবাইলের দাম নিয়েই আর কোনো সমস্যা হবে না। এই সম্ভন্ধে পেইচিং লোশি মিডিয়া কম্পানির জেনারেল ম্যানেজার লিউ হোং বিশ্লেষণ করে বলেছেন, "চীনাদের মোবাইলের পরিবর্তনের গতি খুবই দ্রুত। দু'বছর আগে চীনে রঙ্গিং স্ক্রীন-সম্পন্ন মোবাইল খুব কম দেখা যেতো। দু'বছর পর আজ বাজারে কামেরা-সহ রঙ্গিং স্ক্রীন-সম্পন্ন মোবাইলের বেশ দখল হয়েছে। দামও ২ হাজার ইউয়ান অর্থাত ২৫০ মার্কিন ডলারের কাছাকাছি। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে অধিকাংশ মোবাইলে ভিডিও দেখা যেতে পারে এবং দাম অনেক কমে যাবে। অদূর ভবিষ্যতে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভিডিও অনুষ্ঠান দেখা চীনাদের দৈনন্দিন জীবনে একটি অভ্যাস হয়ে যাবে।"
|