পেইচিং বার্ডফ্লু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কর্ম সম্মেলন সূত্রে জানা গেছে , এখন পেইচিংয়ে সার্বিকভাবে প্রতিরোধমূলককাজ শুরু হয়েছে । বার্ডফ্লুপর্যবেক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধমূলক সামগ্রীর সঞ্চয় প্রভৃতি ক্ষেত্রেরকাজ সবই পুরোদমে চলছে
পেইচিং কৃষি ব্যুরোর একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , বর্তমানে পেইচিংয়ের পোষা হাঁস-মুর্গী ও রাজহাঁসের গড়পড়তা অনাক্রম্য-হার ৯৮ শতাংশেরও বেশী । যার ফলে পেইচিংয়ের গৃহপালিত হাঁস-মুর্গী বার্ডফ্লু থেকে কার্যকরভাবে মুক্ত রয়েছে । একই সময় বার্ডফ্লুরোধের টিকা , সংক্রামক রোগবীজাণুনাশক পদার্থ প্রভৃতি প্রতিরোধমূলক সামগ্রীরযথেষ্ট সঞ্চয় করা হয়েছে এবং হাঁস-মুর্গীর ফার্ম , জ্যান্ত হাঁস-মুর্গী বাজার , জবাই ও প্রক্রিয়াকরণ কারখানার কাজ পরীক্ষা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে ।
|