চীনের জাতীয় গণ কংগ্রসের স্ট্যান্ডিং কমিটির ২৪ তারিখের অধিবেশনের এক আলোচ্যবিষয় ছিল " কৃষিজাত দ্রব্য গুণমানের নিরাপত্তা আইনের খসড়া পর্যালোচনা করা । খসড়া প্রস্তাবটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে , কার্যকরীভাবে জনসাধারণের মনোযোগী কৃষিজাত দ্রব্যের নিরাপত্তাসমস্যা নিরসন করার জন্যে কৃষিজাত দ্রব্যের গুণমানের নিরাপত্তা নিশ্চিত করার মানদন্ড-ব্যবস্থা গড়ে তুলতে হবে ।
কৃষিজাত দ্রব্যের গুণমানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাস্থ্যরক্ষা করার জন্যে খসড়া আইনটিতে বাজারে কৃষিজাতদ্রব্যের প্রবেশের অনুমোদন-ব্যবস্থাগড়ে তোলাকে এক লক্ষ্য হিসেবে গ্রহণ করে কৃষিজাতদ্রব্যের উত্সের তত্ত্বাবধানজোরদার করা ও কৃষিজাত দ্রব্যের মানদন্ডায়নের উত্পাদন ও পরিচালনা জোরদার করা সম্পর্কে বিস্তারিতভাবে নির্ধারিত হয়েছে । খসড়া আইনটিতে ব্যবহারকারীদের জানার অধিকার রক্ষা করার কথাও উল্লেখ করা হয়েছে ।
চীনের কৃষিমন্ত্রী তু ছিংলিন জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে ব্যাখ্যা করার সময় বলেছেন , আইনটি চীনের কৃষিজাত দ্রব্যের প্রতিদ্বন্দ্বী ক্ষমতা জোরদার করবে এবং কৃষিজাত দ্রব্যের আন্তর্জাতিক বানিজ্য তরান্বিত করবে ।
|